ASANSOL

কৃষ্ণ প্রসাদের হাত ধরে বিজেপিতে যোগদান মহিলাদের।

বেঙ্গল মিরর ,আসানসোল: প্রায় কুড়ি জন মহিলা ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে যোগদান করলেন বিজেপিতে। কাল্লা মোড়ে অবস্থিত কৃষ্ণ প্রসাদের বাড়িতে বিজেপি অফিসে হয় এই যোগদান পর্ব। আসানসোল উত্তর বিধানসভা বিজেপি মন্ডল সভাপতি বাপি সাহা, বিজেপি নেতা তথা সমাজসেবী কৃষ্ণ প্রসাদ, আশা শর্মা উপস্থিত ছিলেন। ধাদকা অঞ্চলের এই মহিলারা যোগদান করেন। যোগদানের সময় বাপি সাহা বলেন এই মহিলাদের সঙ্গে আরো প্রায় 100 জন মহিলা রয়েছেন যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হননি কোভিড পরিস্থিতির জন্য। তাদের প্রতিনিধি হিসাবে এই কুড়ি জন উপস্থিত হয়েছেন। তাদের হাতে পতাকা তুলে দিয়ে বিজেপিতে গ্রহণ করলেন।
কৃষ্ণ প্রসাদ বলেন উন্নয়নের স্বার্থে সবাই একের পর এক বিজেপি দলের পতাকা হাতে নিয়ে সামনের বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়লাভ করার উদ্দেশ্যে একত্রিত হচ্ছে। জাতপাত ধর্ম নির্বিশেষে সকল মানুষ বিজেপিতে যোগদান করায় বিজেপি কর্মীদের মনোবলও বৃদ্ধি পাচ্ছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *