Bengali NewsPANDESWAR-ANDAL

খেলা হবে, তৃণমূল জিতবে : জিতেন্দ্র তিওয়ারি

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জি পাণ্ডবেশ্বর: যতই ভোট এগিয়ে আসছে ততই খেলা জোরদার হচ্ছে । রবিবার সাক্ষী পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার বাসিন্দারা । কেন্দ্রের জনবিরোধী নীতি ও কৃষি আইন বাতিলের দাবিতে পূর্ব ঘোষণা মতো এদিন তৃণমূলের পক্ষ থেকে বাইক মিছিল করা হয় লাউদোহায় ।

খেলা হবে তৃণমূল জিতবে

মিছিলটি শুরু হয় লাউদোহার ঝাঁঝড়া কলোনী মাঠ থেকে । ব্লকের ছটি পঞ্চায়েত এলাকায় ঘুরে মিছিল । মিছিলে ছিল প্রায় সাত হাজারের বেশি বাইক । শুরু থেকে শেষ পর্যন্ত মিছিলে হুড খোলা গাড়িতে ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ।

মিছিল শেষে জিতেন্দ্রবাবু বলেন, এলাকায় এটা ঐতিহাসিক বাইক মিছিল । এর আগে কখনো এতো বড় বাইক মিছিল এলাকায় হয়নি । লাউ দোয়া ও ফরিদপুর ব্লকের সভাপতি সুজিত মুখার্জি বলেন যে ভাবে বিজেপি মা দুর্গা কে অপমান করে এবং ভোটের সময় খেলতে আসে আর বলে খেলা হবে।আমরা সারা বছর খেলি।আর এই খেলায় পাণ্ডবেশ্বর বিধানসভায় খেলে আমরাই জয়লাভ করবো। তাই খেলা হবে আর এই খেলায় তৃণমূল জিতবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *