মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : তিন দফা দাবিতে আসানসোল মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটি। বিক্ষোভ দেখাবার আগে আসানসোল জেলা গ্রন্থাগার থেকে কংগ্রেস নেতাকর্মী ও সমর্থকরা একটি মিছিল বের করে। মিছিলটি নেতৃত্ব দেন কংগ্রেসের জেলার কার্যকরী সভাপতি প্রসেনজিৎ পুইতুন্ডি।




বিক্ষোভ চলাকালীন জেলার কার্যকরী সভাপতি প্রসেনজিৎ পুইতুন্ডি সাংবাদিকদের বলেন, মূলত: যে
সমস্ত দাবি নিয়ে জেলা কংগ্রেস কমিটি বিক্ষোভ দেখায় তাদের মধ্যে অন্যতম ছিল , আসানসোল কোর্ট চত্বরে স্ট্যাম্প পেপার কালোবাজারি বন্ধের ওপর প্রশাসনিক পদক্ষেপ করা । বস্তুত, বেশ কিছুদিন ধরেই স্ট্যাম্প পেপারের আকাল দেখা দিয়েছে আসানসোল কোর্ট চত্বরে। ফলে হয়রানির স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে আইনজীবীরা।
এছাড়া করোনা পরিস্থিতির প্রথম দিকে বাস মালিকেরা ক্ষতির সম্মুখীন হবে বলে “ওয়ান ম্যান ওয়ান সিট” নীতিতে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি করা হয়। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি পুরোপুরি না গেলেও প্রকোপ অনেকটাই কমেছে। ফলে নিয়ম না মেনে বাসে যথেচ্ছভাবে প্যাসেঞ্জার তোলা হচ্ছে কিন্তু যে বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছিল সেই বাসভাড়া এখনো কমানো হয়নি। এ ব্যাপারে সরকারী ভাবে পদক্ষেপ নেওয়া দরকার।
এছাড়া বর্তমানে করোনা পরিস্থিতি পুরোপুরি না গেলেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিপিএল কার্ডধারীদের জন্য রেশন বন্ধ করে দেওয়া হয়েছে।অবিলম্বে বিপিএল রেশন কার্ড ধারীদের ২০২১ সাল পুরোটাই রেশন বিনামূল্যে চালু করার ব্যবস্থা করা হোক।
বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর কংগ্রেসের নেতা কর্মীদের একটি দল মহকুমাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেন।