ASANSOLBengali News

আসানসোল উৎসব প্রস্তুতি পরিদর্শনে মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল: আগামী 19 শে ফেব্রুয়ারি আসানসোল এইচএলজি সংলগ্ন মাঠে হতে চলেছ 10 দিন ব্যাপী আসানসোল উৎসব। এই মেলার প্রস্তুতি পরিদর্শনে আসেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান আমাদের এই আসানসোল উৎসব অনেক আগেইহয়ে যেত কারোনার জন্য একটু দেরিতে হচ্ছে 2020 সালের উৎসবটা 2021 সালে 19 শে ফেব্রুয়ারি শুরু হবে চলবে 10 দিন ধরে। এই উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে নামকরা বিখ্যাত অনেক শিল্পীরা সহ নামি ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *