ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

বারাবনিতে তৃনমুল কর্মীকে লক্ষ্য করে বোম-গুলি

বেঙ্গল মিরর, আসানসোল: সরস্বতী পুজোর বিসর্জন করে বাড়ি ফেরার সময় ৩জন দুষ্কৃতীরা হামলা করে এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত সনোজ সিংহের উপর। ঘটনাটি ঘটে বারাবনী বিধানসভার অন্তর্গত গৌরান্ডির পানুড়িয়া দুর্গামন্দির সংলগ্ন অঞ্চলে। দুষ্কৃতীদের ছোঁড়া বোমের আঘাতে জখম হয় তৃণমূলকর্মী সনোজের বাম পাঁয়ের কিছুটা অংশ,ও দুষ্কৃতীদের ছোঁড়া গুলির মধ্যে একটি গুলি তৃণমূলকর্মী সনোজ সিংহের বাম কাঁধে আটকে যায়।

আহত তৃণমূলকর্মী সনোজ সিংহের অভিযোগ দুষ্কৃতীরা প্রত্যেকেই বিজেপি কর্মী। তাদের নাম বাবলু সিং, মুন্না তিওয়ারি, ও দীপক সিং। আহত তৃণমূলকর্মী সনোজ সিংহকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে তৃণমূল নেতা বিশ্বজিৎ সিংহ ও ইন্দ্রজিৎ সিংহ সহ ও বেশ কিছু স্থানীয় মানুষজন।

তৃণমূল নেতা বিশ্বজিৎ সিংহের অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্ব এইরকম করে শান্ত বারাবনীকে অশান্ত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন ভবিষ্যতে এর ফল ভালো হবেনা। যদিও আহত তৃণমূলকর্মী সনোজের আরো উন্নততর চিকিৎসা এবং অস্ত্রোপচারের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের বেসরকারি একটি নার্সিংহোমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *