পশ্চিম বর্ধমান প্রেস ক্লাবে খিচুড়ি ভোগ আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল : শনিবার পশ্চিম বর্ধমান প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রথম সরস্বতী পূজা উপলক্ষে খিচুড়ি ভোগ খাবার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী সুদেষ্ণা ঘটক, আসানসোল পৌর নিগমের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার সুকোমল মণ্ডল, শিল্পপতি বিজয় শর্মা, ইউনিয়ন নেতা রাজু আহলুওয়ালিয়া।
ওই অনুষ্ঠানে প্রচুর সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে বিশ্বদেব ভট্টাচার্য, রাকেশ উপাধ্যায়, দেবজ্যোতি চক্রবর্তী, বাসুদেব চ্যাটার্জী,সৌরদীপ্ত সেনগুপ্ত, চন্দন গুপ্তা, তারক চট্টোপাধ্যায়, মৈনাক মুখোপাধ্যায়, নীলাদ্রি শেখর পাল, সন্তোষ মণ্ডল( বিজু), শ্যাম দাস, রঞ্জিত কুমার, অনিল গিরি, মনোজ ভগত, রাম কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।