সিপিএমের মিছিল
বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি ব্লকের দোমোহানি বাজার এলাকাতে সিপিএমের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি মিছিল করা হয়। ২৮ শে ফেব্রুয়ারি ব্রিগেডে সমাবেশ কে আরো যাতে মানুষ বেশি পরিমাণে যেতে পারে তার জন্য মানুষকে বার্তা দেয়। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের যেসব জনবিরোধী নীতি রয়েছে তার বিরুদ্ধে গর্জে ওঠে সমর্থকরা।এই মিছিলে উপস্থিত ছিলেন তপন দাস,কল্যাণ সিং,দীপক শর্মা,মিঠু চ্যাটার্জী।



