জন সম্পর্কে নামলেন মন্ত্রি মলয় ঘটক
বেঙ্গল মিরর, আসানসোল: নির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা হয়নি কিন্তু তার আগেই জন সম্পর্কে নামলেন রাজ্যের আইন ও বিচার মন্ত্রি মলয় ঘটক। আসানসোল পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, তৃৃণমূ কংগ্রেসের ব্লক সভাপতি গুরুদাস চ্যাটার্জি কে সঙ্গে নিয়ে আসানসোলে জিটি রোডের উপর অবস্থিত এক মন্দিরে হয় এই বৈঠক।
এই বৈঠকে আসানসোলের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে জিজ্ঞেস করলে মন্দির কমিটির সম্পাদক অরুন শর্মা জানান ঘরোয়া আলোচনা ছিল। কোন ঝান্ডা বা ব্যানার না থাকলেও তিনি কি কি কাজ করেছেন তাঁর খতিয়ান সম্বন্ধে মনে করিয়ে দেন। দোষ-ত্রুটি যদি কিছু থাকে সেই সম্বন্ধেও তিনি জানাতে বলেন শেষে তিনি তৃনমুল কংগ্রেস কে সমর্থন করার আহ্বান করে যান বলে বৈঠকে যারা ছিলেন সেই সূত্রে জানা যায়।।