ASANSOLPOLL 2021

কমিশনের নির্দেশে সরকারি জায়গা থেকে খোলা শুরু রাজনৈতিক দলের ফ্লেক্স ও ব্যানার

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৮ ফেব্রুয়ারিঃ রাজ্য বিধান সভা নির্বাচনের দিন ঘোষণার পরেই লাঘু হয়েছে মডেল কোড অফ কনডাক্ট বা নির্বাচনী আচরণ বিধি। তাই নির্বাচন কমিশনের কার্যকর করতে উদ্যোগী হয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও জেলা নির্বাচন দপ্তর।
রবিবার সকাল থেকে আসানসোলের এলাকায় এলাকায় দেখা গেল সরকারি জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো ফ্লেক্স, ব্যানার ও পোস্টার খুলে নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো এই কাজ করা হচ্ছে বলে জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে।


শনিবারই কমিশন স্বীকৃত রাজনৈতিক মহলে প্রতিনিধিদেরকে নিয়ে সর্বদলীয় বৈঠক করেন জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিক পূর্ণেন্দু কুমার মাজি ও আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈন।

সেখানেই সব রাজনৈতিক দলকে বলে দেওয়া হয়েছে, তারা কি কি করতে পারবে বা কি কি করতে পারবে না । নির্বাচন কমিশনের যে গাইড লাইন দেওয়া হয়েছে তা মেনে চলতে হবে। দেওয়াল লেখা থেকে, প্রচারের সভা ও মিছিল করতে হলে আগাম অনুমতি নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *