টিএমসি প্রার্থীদের তালিকা
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত :
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
টিএমসি প্রার্থীদের তালিকা। শুক্রবার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ঘোষণা করা হয়।
জোড়া সাঁকো থেকে বিবেক গুপ্ত টিএমসির প্রার্থী ঘোষণা হল, স্মিতা বকশিকে অপসারণ, শিবপুর থেকে মনোজ তিওয়ারি, নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুর থেকে শোভন দেব চট্টোপাধ্যায়। অমিত মিত্র, মনীষ গুপ্তা নির্বাচনে অংশ নেবেন না। প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির ডেবরা থেকে নির্বাচনে লড়বেন। পশ্চিম মেদিনীপুর অভিনেত্রী জুন মালিয়া, বাঁকুড়ার অভিনেত্রী সায়ন্তিকা মুখোপাধ্যায়,
বরজোড়া করা থেকে অলোক মুখার্জি।
পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থেকে সিদ্ধিকুল্লা চৌধুরী, বর্ধমান দক্ষিণ খোকন দাস প্রার্থী হচ্ছেন।
অভিনেত্রী সায়নী ঘোষকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণে তাপস বন্দ্যোপাধ্যায়ের জায়গায় প্রার্থী করা হয়েছে।
আসানসোল উত্তর – মলয় ঘটক
আসানসোল দক্ষিণ – সায়নী ঘোষ
কুলটি – উজ্জ্বল চ্যাটার্জী
বারাবানী – বিধান উপাধ্যায়
পাণ্ডবেশ্বর – নরেন্দ্রনাথ চক্রবর্তী
রানীগঞ্জ – তাপস ব্যানার্জি
জামুরিয়া – হরেরাম সিং
দুর্গাপুর পূর্ব – প্রদীপ মজুমদার
দুর্গাপুর পশ্চিম – বিশ্বনাথ পারিয়াল
sayani ghosh
Full LIST