পথ অবরোধ করে তৃনমুলের বিক্ষোভ
বেঙ্গল মিরর , কৌশিক, আসানসোল : আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে, বিশেষ রাজনৈতিক দলগুলির মধ্যে রেষারেষি যেখানে তুঙ্গে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা কে ঘিরে বাংলা জুড়ে দেখা দিচ্ছে প্রতিবাদের আভাস।











ঘটনাটিকে তৃণমূল সমর্থক রা দিদির বিরুদ্ধে হত্যার চক্রান্ত বলে মন্তব্য করেছেন, এদিন ২নং জাতীয় সড়ক, অন্ডাল মোড়ে হাইওয়ের উপর অবরোধ রত অবস্থায় অন্ডালের তৃণমূল ছাত্র-যুব দের বিক্ষোভ করতে দেখা যায় উক্ত ঘটনাকে কেন্দ্র করে
জেলা তৃণমূল ছাত্রপরিষদ এর সভাপতি কৌশিক মন্ডল এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে রাজনৈতিকভাবে পাল্লা দিয়ে উঠতে না পেরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তার দল দিদিকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার চক্রান্ত করছে, এই আক্রমণের জবাব বাংলার মানুষ দেবে এবং আসন্ন ভোটে বিজেপিকে বাংলা থেকে উৎখাত করবে।



অন্যদিকে আসানসোল জিটি রোড অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উপস্থিত ছিলেন বিশ্বরূপ গাঙ্গুলি, আবু কোনেন প্রমুখ।







