উলটপূরানের সঙ্গে রাজনৈতিক সৌজন্য, মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় পুজো দিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১২ মার্চঃ নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরে আহত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, তার দ্রুত আরোগ্য কামনায় রাজ্য জুড়ে মন্দিরে মন্দিরে পুজো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও দলের প্রার্থীরা। এবার উলট পূরাণ। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় শিবমন্দিরে পুজো দিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলের বার্নপুরের টাউন পুজো শিবমন্দিরে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী দলের জেলার ও আসানসোল দক্ষিণ বিধান সভার মহিলা মোর্চার নেত্রী ও কর্মীদেরকে সঙ্গে নিয়ে শুক্রবার পুজো করেন । শিবরাত্রি উপলক্ষ্যেই ছিলো এই পুজোর আয়োজন।
পরে অগ্নিমিত্রা পাল বলেন, তিনি তো এখনো মুখ্যমন্ত্রী। তিনি জখম হয়েছেন। হুইলচেয়ারে নয়, নির্বাচনী লড়াইয়ের ময়দানে সুস্থ হয়েই নামুক মুখ্যমন্ত্রী। এটাই চাইছি আমরা। পাশাপাশি মহাদেবের কাছে প্রার্থনা বাংলায় যেন এবার ক্ষমতায় আসতে পারে বিজেপি। সেই সুযোগটুকু এবার করে দেওয়ার জন্য মহাদেবের মানত করেন অগ্নিমিত্রা পাল। তিনি আরো বলেন, বাংলার মানুষেরা সবাইকে সুযোগ দিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছেন, তা যেন সফল হয়, তারও কামনা করেছি।
উল্লেখ্য অগ্নিমিত্রা পাল কলকাতার নামকরা ফ্যাশান ডিজাইনার। সঙ্গে তিনি বিজেপির মহিলা মোর্চার সেলিব্রিটি নেত্রী। তিনি একইসঙ্গে আসানসোলের ভূমিকন্যা। রাজনৈতিক মহলে জোর জল্পনা রয়েছে বিজেপি তাকে আসানসোলের দক্ষিণ বিধান সভার প্রার্থী করতে পারে। তাই গত কয়েক মাস ধরে আসানসোল দক্ষিণ বিধান সভা এলাকায় দেখা যাচ্ছে দলীয় কর্মসূচিতে যোগ দিতে৷ আসানসোল দক্ষিণ বিধান সভায় ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী সায়নী ঘোষকে।
বিজেপি যদি শেষ পর্যন্ত অগ্নিমিত্রা পালকে এই কেন্দ্রে প্রার্থী করে, তাহলে দুই তারকার লড়াইয়ে জমে যেতে পারে আসানসোল দক্ষিণ বিধানসভা ।
সায়নী ঘোষের বুলাদির শিবরাত্রি ইস্যুতে তাকে আক্রমন করে এদিন অগ্নিমিত্রা বলেন, হিন্দুধর্মের দেবাদিদেবকে অপমান করলেই প্রগতিশীল হওয়া যায় না। ভগবান ওদের ক্ষমা করুক, এইটুকুই প্রার্থনা এদিন করেছি। আমরা গুরুজনদের শ্রদ্ধা করি। বাড়ি থেকে যখন বেরোই, তখন বাবা মাকে প্রণাম করি। এটা আমাদের রুচি বোধের পরিচয়।