কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন জিতেন্দ্র তেওয়ারি
কটাক্ষ শাসক দলের
বেঙ্গল মিরর ,বন্দোপাধ্যায়, আসানসোল, ১৫ মার্চঃ তৃনমুল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার ১৫ দিনের মধ্যেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।
সোমবার তাকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয়। এদিনই কেন্দ্রীয় বাহিনীর ১১ জন জওয়ান তার নিরাপত্তা দিতে চলেও আসেন।
তবে, জিতেন্দ্র তেওয়ারির পুরনো দল তৃনমুল কংগ্রেস অবশ্য তাকে কেন্দ্রীয় বাহিনীর ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া নিয়ে কটাক্ষ করেছে। পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর এখন কোন আর কাজ নেই। তারা শুধু এখন বিজেপি নেতাদের নিরাপত্তা দেওয়ার কাজ করছে। বিজেপি এই কেন্দ্রীয় বাহিনী অপব্যবহার করছে।
এদিন সন্ধ্যায় জিতেন্দ্র তেওয়ারি বলেন, আমাকে এদিন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেওয়ার কথা সরকারি ভাবে জানানো হয়। পরে তারা দায়িত্ব নিয়েছে। এই নিয়ে কে কি বলছে বা বললো, তা নিয়ে কিছু যায় আসেনা।
প্রসঙ্গতঃ, চলতি মাসের শুরুতেই জিতেন্দ্র তেওয়ারি হুগলির বৈদ্যবাটির এক সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়ে গেরুয়া শিবিরে যান।