নিউ আপার চেলিডাঙ্গা অ্যাথলেটিক ক্লাব এর উদ্যোগে “অঙ্গন নাট্য উৎসব ২০২১”
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : নিউ আপার চেলিডাঙ্গা অ্যাথলেটিক ক্লাব এর উদ্যোগে তাদের ক্লাব প্রাঙ্গণে গত ১৩ এবং ১৪ ই মার্চ দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো “অঙ্গন নাট্য উৎসব ২০২১”।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
অনুষ্ঠানটি প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন নন্দদুলাল দাস,পরমেশ্বর ব্যানার্জি, আশীষ দাস ও স্বপন বিশ্বাস। তাদেরকে অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়।
উদ্বোধনের পর বক্তব্য রাখেন
স্বপন বিশ্বাস , দিশারীর তাপসবাবু , নাট্যসেনার প্রদীপ সাধু, উৎপল রায় চৌধুরী, সুমিত ব্যানার্জি প্রমুখ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/03/IMG-20210316-WA0132-375x500.jpg)
বস্তুত উল্লেখযোগ্য
১৩ ই মার্চ অনুষ্ঠিত হয় আসানসোল চর্যাপদের “অন্যরকম”, ডানকুনি দৃশ্য কাব্যের “ক্যাপাকাইটি”, আসানসোল রেপার্টারি থিয়েটারের “রথের রশি” নাটক এবং ১৪ ই মার্চ অনুষ্ঠিত হয় অমিয় মেমোরিয়াল ক্রিয়েটিভ আর্টের “সতী” , আসানসোল উড়ানের “দাবা”,
এবং আমরার “মহাকাব্যের পরে” নাটক।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/03/IMG-20210316-WA0133-500x375.jpg)
ওই অনুষ্ঠানে তিন নাট্যকার অরিন্দম সেনগুপ্ত ,সমীর দত্ত, উদয়ন চ্যাটার্জীকেও সম্বর্ধনা দেওয়া হয়।
বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আসানসোল চেলিডাঙ্গা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে ” অঙ্গন নাট্যোৎসব ২০২১” শিল্পাঞ্চলের নাটকপ্রেমী এবং সংস্কৃতিবান মানুষের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করল সেটি বলাই বাহুল্য।