ASANSOLASANSOL-BURNPURBengali NewsPOLL 2021

আসানসোল পুরনিগমের ৮৩ নং ওয়ার্ডে প্রচারে সায়নী ঘোষ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৮ মার্চঃ আসানসোল দক্ষিণ বিধান সভার অন্তর্গত আসানসোল পুরনিগমের ৮৩ নং ওয়ার্ডের ষষ্ঠীনগর ও আজাদ নগর এলাকায় বৃহস্পতিবার সকালে প্রচার করে তৃনমুল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষ এলাকায় ঘুরে ঘুরে সায়নী প্রচার করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় করেন। তাদের সঙ্গে কথা বলে সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন সায়নী ঘোষ। সবকিছু নিয়ে কথোপকথনের কিছু বিশেষ মুহূর্ত।

এরপর তিনি সিলভার গার্ডেনে ঐ এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, দলের সদস্য ও বুথকর্মীদের সঙ্গে ভোট দিয়ে আলোচনা করেন। কিভাবে ভোটারদের কাছে যেতে হবে ও ভোটের রণকৌশল কি হবে তা নিয়ে প্রার্থী সকলের সঙ্গে আলোচনা করেন। প্রার্থীর সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক সোহরার আলি, প্রবোধ রায় ওরফে ক্যাপ্টেন সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *