বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পর জেলায় বিক্ষোভ
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুলটি, রানীগঞ্জ ও পাণ্ডবেশ্বর এর বিজেপি নেতা এবং কর্মীরা ব্যাপক বিক্ষোভ শুরু করেন। কুলটির রাস্তার উপরে অবরোধ করে সেখানকার মন্ডল সভাপতি অমিত গড়াই বলেন কুলটিতে যাকেই প্রার্থী করা হয়েছে তিনি কখনো আমাদের কর্মীদের কোন আন্দোলনে বা আমাদের পুলিশ কেস হওয়ার পর কখনো আসেননি ।এর আগে তিনি কাউন্সিলর ও গত বিধানসভা। ভোটে হেরে গেছেন।
কুলটিতে প্রচুর বাঙ্গালী গ্রাম এবং বাঙালি অধ্যুষিত এলাকা আছে। ৭০% বাঙালি এখানে থাকেন। অথচ দল রাজস্থানের ওই ব্যক্তিকে এখানে প্রার্থী করলেন যার সাথে বাঙালি সংস্কৃতির কোন যোগাযোগ নেই। সেই জন্য আমি দরকার হলে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে। জিতে এই আসনে তৃণমূলের বিরুদ্ধে নরেন্দ্র মোদির হাতকে শক্ত করব ।তাযে দল যদি আমাকে তাড়িয়ে দেয় তাহলেও আমি তা মেনে নেব ।
একই অভিযোগ রানীগঞ্জের প্রার্থীর বিরুদ্ধে উঠেছে। সেখানে মাত্র কয়েকদিন আগেই যিনি যোগ দিয়েছেন তাকে প্রার্থী করায় এতদিন যারা ওখানে দলের হয়ে কাজ করেছেন তারা ক্ষুব্দ হয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন। এমনকি ওখানে একটি দলীয় অফিস তারা বন্ধ করে দেন।