ছিনতাই কান্ডে গ্রেপ্তার ৭ জন, উদ্ধার টাকা
বেঙ্গল মিরর,কৌশিক মুখার্জী, কুলটি:-বিগত দুই দিন আগে বরাকরে ইউকো ব্যাংকের সামনে দিনের বেলায় বিল্ডার্স ট্রেডাসের কর্মী অমিত শর্মার হাত থেকে ছয় লক্ষ টাকা ছিনতাইয় করে পালিয়ে ছিলো কিছু দুষ্কৃতীরা।এই ঘটনার বরাকর ফাঁড়িতে অভিযোগ করেছিলেন বিল্ডার্স ট্রেডাসের মালিক সঞ্জয় মাসকারার ও তার কর্মী অমিত শর্মা।অভিযোগ পাওয়ার পর জোরকদমে তদন্ত শুরু করেছিলো পুলিশ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/03/police-500x260.jpg)
৪৮ঘন্টার মধ্যে এই ঘটনায় ৭জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং ৫লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।এই ঘটনা নিয়ে শুক্রবার সকালে কুলটি থানায় সাংবাদিক সম্মেলন করেন এসিপি(ওয়েস্ট)উমর আলী মোল্লা তিনি জানান তদন্ত করে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়েছে তাছাড়া এই ঘটনায় জড়িত ৭জনকে গ্রেপ্তার করা হয় তাদের কাল আদালতে হাজির করা হবে।আর তদন্ত এখন চলছে আরো কে কে এই ঘটনায় জড়িত রয়েছে সেই বিষয়ে।