ASANSOLBengali NewsKULTI-BARAKAR

সাফাই কর্মীদের মারধর করা অভিযোগ উঠলো প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে

বেঙ্গল মিরর, কৌশিক মুখার্জী, কুলটি: এবার সাফাই কর্মীদের মারধর করা অভিযোগ উঠলো ৬৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার আক্তার হোসেন বিরুদ্ধে।
শুক্রবার সকালে কুলটি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সাফাই কর্মীরা,থানায় অভিযোগ করা হয় বিদায়ী কাউন্সিলারের বিরুদ্ধে।


সাফাই কর্মীদের অভিযোগ তারা ১৭তারিখে ৬৫নম্বর ওয়ার্ডে সাফাই এর কাজ করছিলেন সেইসময় হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তাদের উপর হাত তুলেন আসানসোলের ৬৫নম্বর ওয়ার্ডের কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলার আক্তার হোসেন।
তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের হাড়ি সমাজের পক্ষ থেকে ৬৫ নম্বর ওয়ার্ডের সাফাই কাজ বন্ধ করে কুলটি থানায় অভিযোগ দায়ের করা হয় তাছাড়া এই বিষয়ে আসানসোল মিউনিসিপালটি কর্পোরেশন কেউ জানানো হবে বলে জানান তারা।


তাছাড়া এই অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর আক্তার হোসেন।তার বক্তব্য যে এইরকম কোনো ঘটনা হয়নি।তিনি আরো বলেন সাফাই কর্মীরা কাজ না করে মদ খায় তাই আমি প্রতিবাদ করি।

Leave a Reply