ASANSOL

মিথ্যা কথা বলে ভোট চাইব না: মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের রেলপারে ২৮ নম্বর ওয়ার্ড আসানসোল উত্তর বিধানসভার প্রার্থী মলয় ঘটকের সমর্থনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার রাতে একটি সমাবেশের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে মন্ত্রী তথা প্রার্থী মলয় ঘটক বলেছেন যে ১০ বছরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেক কাজ করেছেন। সবার জন্য রেশন ফ্রি। বাচ্চাদের জন্য স্কুলে সকলকে মিড ডে মিল দেওয়া হয়। ১০,০০০ টাকা ট্যাব কেনার জন্য দেওয়া হয়েছে। এখানে করোনার সময় প্রয়োজনীয় অত্যাবশকীয় জিনিস বিতরণ করা হয়। তবে বিজেপি লোকেরা দিল্লিতে ঘুমোচ্ছিল এবং কোন খোঁজ খবর পাওয়া রাখেননি।

তিনি বলেন যে আমাদের সামর্থের মধ্য যতটা সম্ভব আসানসোলের অগ্রগতি ও উন্নয়নের জন্য সবকিছু করেছি। তবে বিজেপি তালি এর থালি বাজাতে থাকল। রেলপার অঞ্চলেও প্রচুর কাজ হয়েছে। আপনাদের কাছে মিথ্যা কথা বলে আমি কোন ভোট চাইব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হ’ল রুটি , কাপড় এবং ঘরের সরকার। ওই অনুষ্ঠানে টিএমসি নেতা অভিজিৎ ঘটক, গোলাম সরোয়ার, হাজী নাসিম আনসারী, দীপক গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্য়দিকে মন্ত্রী মলয় ঘটক ১৩ নম্বরে অবস্থিত ইস্টার্ন রেলওয়ে মেনস কংগ্রেসের কার্যালয়ে মেন্স কংগ্রেসের সদস্যদের সাথে বৈঠক করেন, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ব্লক তৃণমূলের সভাপতি গুরুদাস চ্যাটার্জী (রকেট),মেন্স কংগ্রেসের সিনিয়র নেতা পিএল মিত্র, মলয় মজুমদার, রাম প্রসন্ন ঘোষ, মদন ঝা প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রী মলয় ঘটক কুশওয়াহা কল্যাণ কমিটির সভায় অংশ নেন, রাজগীর সিং, রাজীব সিংহ, জিতু সিং , রাজন কুশওয়াহা, নরেশ কুশওয়াহা, রাজা গুপ্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

আসানসোল উত্তরের প্রার্থী মলয় ঘটক আসানসোল কর্পোরেশনের ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের আদিবাসী গ্রামে ঘরে ঘরে গিয়ে তাদের সমস্যা শোনেন। একইসঙ্গে তিনি গত দশ বছরে রাজ্য সরকারের সাফল্য সম্পর্কে বলেন এবং বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন্ন নির্বাচনে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী করতে তৃণমূল কংগ্রেসকে বিশাল ভোটে জেতাতে হবে।

এছাড়াও মলয় ঘটক বলেন যে, উন্নয়নমূলক কাজ চলছে এবং নতুন কাজ চলবে। এটি নির্বাচনের পরে শুরু হবে। তিনি বলেন যে বেশ কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়ে তিনি আজীবন রেশন বিনামূল্যে করবেন। এছাড়াও আরসিআই, মাঝি পাড়া, হারি পাড়া, উত্তর ধাদকা অঞ্চল পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড সদস্য শ্যাম সোরেণ, নর্থ ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি উৎপল সিনহা, প্রাক্তন কাউন্সিলর নরেন্দ্র মুরমু, রবীন্দ্র প্রসাদ, বিক্কি সিং, সমর বাউরি, রমেশ হাজরা প্রমুখ।

অন্যদিকে ৪০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালু হয়েছে। কাউন্সিলর প্রতিনিধি চাংকি সিংহ সহ বহু সংখ্যায় তৃণমূল সমর্থক ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে বুথ পর্যায়ের কর্মীদের সাথে প্রচারের পাশাপাশি বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচার নিয়ে আলোচনা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *