ASANSOLBengali NewsLatestWest Bengal

BREAKING : রাজ্যের সমস্ত পুরসভার থেকে প্রশাসকদের অস্থায়ী ভাবে সরানোর নির্দেশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের

বেঙ্গল মিরর , কলকাতা, সৌরদীপ্ত সেনগুপ্ত :BREAKING : রাজ্যের সমস্ত পুরসভার থেকে প্রশাসকদের অস্থায়ী ভাবে সরানোর নির্দেশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের।

রাজ্যের সমস্ত পুরসভার থেকে পুর প্রশাসকদের সরানোর নির্দেশ দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
২২ মার্চের মধ্যে সরানোর নির্দেশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের।
কোন রাজনৈতিক ব্যক্তিত্ব পুরো প্রশাসক পদে থাকতে পারবেন না। পরিবর্তে সরকারী আধিকারিককে পুরো প্রশাসক হিসেবে নিয়োগ করতে হবে।

রাজ্যের ১১৭ টি পুরসভায় এই মুহূর্তে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ওই পুরসভার রাজনৈতিক ব্যক্তিরা।

নির্বাচন কমিশন প্রশাসক পদে নিযুক্ত রাজনৈতিক দলের লোকদের আচরণ বিধি চলাকালীন পদ থেকে অস্থায়ীভাবে পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্য সচিব, নগর উন্নয়ন বিভাগের প্রধান সচিব এবং কার্মিক বিভাগের প্রধান সচিব কে নিয়ে  তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটি রাজনৈতিক লোকের জায়গায় প্রশাসনিক লোক নিয়োগ করবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *