বার্ণপুরে বিজেপির যুব মোর্চার নেতার বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ
এলাকায় আতঙ্ক, তদন্তে হিরাপুর থানার পুলিশ
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৪ মার্চঃ আসানসোলের হিরাপুর থানার বার্নপুর এলাকায় বিজেপির যুব মোর্চার এক নেতার বাড়ির সামনে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা নির্বিচারে গুলি চালায় বলে অভিযোগ। মঙ্গলবার মধ্য রাতের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার রাত একটার পরে অজ্ঞাত পরিচয় কয়েকজন রাজ্য বিজেপির যুব মোর্চার সহ সভাপতি দিগ্বিজয় সিংয়ের বাড়ির সামনে এসে দরজায় কড়া নাড়তে শুরু করে। কিন্তু নেতার বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেননি। অভিযোগ, এরপর দূষ্কৃতিরা ৬ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।
এই ঘটনার পরে দিগ্বিজয় সিংয়ের পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। ঘটনার খবর পাওয়ার পরেই পাণ্ডবেশ্বরের
বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি, আসানসোল উত্তর থেকে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, দুর্গেশ নেগি সহ অন্যান্য নেতাও কর্মীরা সেখানে পৌঁছান। বিজেপি নেতারা অভিযোগ করে বলেছেন, বিজেপির নেতা ও কর্মীদের নির্বাচনের আগে ভয় দেখানোর জন্য শাসক দল এই কাজ করিয়েছে। খবর পেয়ে এলাকায় আসেন হিরাপুর থানার ওসি ও পুলিশ। পুলিশ অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা খতিয়ে দেখছে।
দিগ্বিজয় সিং বলেন , বুধবার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র আমার বাড়িতে আসবেন। যুবরা আমার মাধ্যমে বিজেপিতে যোগ দিচ্ছেন। এই কারণে ভয় দেখানোর জন্য সম্ভবত এই কাজ করা হয়েছে।
তবে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। পুলিশ নিরপেক্ষ ভাবে ঘটনা তদন্ত করে দেখলেই, আসল তথ্য বেরিয়ে আসবে।