ASANSOLBengali NewsCOVID 19

আসানসোলে করোনায় আবার মৃত্যু, মারা গেলেন প্রবীণ আইনজীবীর স্ত্রী

বেঙ্গল মিরর,আসানসোল: আসানসোলে করোনা আর একটি প্রাণ কেড়ে নিয়েছে। বুধবার আসানসোল আদালতের সীনিয়ার আইনজীবীর স্ত্রী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনজীবীর অবস্থাও গুরুতর বলে জানা গেছে। জেলা হাসপাতাল সূত্রের খবর, ডলি লজ এলাকায় বসবাসকারী এক প্রবীণ আইনজীবীর স্ত্রী চেন্নাই গিয়েছিলেন চিকিৎসার জন্য।

 চেন্নাই থেকে আসানসোল ফিরে আসার পরে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তাকে স্থানীয় এক চিকিত্সক দেখেন। ডাক্তার তাকে করোনার পরীক্ষা করতে বলেন। তাঁর করোনার রিপোর্ট পজিটিভ হওয়ার পরে, তাঁকে দুর্গাপুরের সনাকা হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, হঠাৎ তাঁর স্বাস্থ্যে আরও খারাপ হয়ে যায়। তাকে জেলা হাসপাতালে ফিরিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  উল্লেখ্য়, দশ দিন আগে, হিরপুরের রিভারসাইড এলাকার একজন অবসরপ্রাপ্ত ইসকো কর্মী করোনার সংক্রমণের কারণে মারা যান।

 গত দশ দিনের মধ্যে, করোনায় আক্রান্ত মহিলাসহ দুজনের মৃত্যুর ঘটনা আবারও শিল্পাঞ্চলের মানুষের মধ্যে করোনার ভয় জাগিয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *