ভোটের রঙিন প্রচারে বিজেপি প্রার্থীরা
বেঙ্গল মিরর,আসানসোল ঃ দোলের দিন ভোটের প্রচার। তাই প্রচাবে রঙের ছোঁয়া। রবিবার দোলের সকালে আসানসোলে এভাবেই রঙিন ভোট প্রচারে দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের। বিশেসকরে বিজেপি প্রার্থীরা দেখা গেলেন রঙিন ভোট প্রচারে। সকলেই নিজেদের পছন্দের রঙে রাঙিয়ে তুললেন নিজেদের। কারও সঙ্গী রবীন্দ্রনাথের বসন্ত আবাহনের গান, কারও প্রচারে আবার শোনা গেল খোল-করতাল সহযোগে রাই-কৃষ্ণ বন্দনা। আসানসোল উত্তরের প্রার্থী কে দেখা গেল ঢোল-বাজনা নিয়ে দোলের দিনে প্রচারে। অন্য়দিকে আসনসোল দক্ষিনের প্রার্থীঅগ্নিমিত্রা পাল কর্মীদের সাথে দোলে মাতলেন।




