ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

ভোটের মুখে দল ছাড়লেন সালানপুর পঞ্চায়েত সমিতির সদস্যা

ভয়ের বাতাবরণ তৈরী করছে তৃনমুল কংগ্রেস, বাধা দেওয়া হচ্ছে প্রচারেও অভিযোগ বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্তসেনগুপ্ত, আসানসোল, ৩১ মার্চঃ ভোটের আগে প্রচার চলাকালীন বুধবার তৃনমুল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন আসানসোলের সালানপুর পঞ্চায়েত সমিতির সদস্যা যমুনা সমাদ্দার। তিনি একইসঙ্গে তৃনমুল কংগ্রেসের সালানপুর ব্লকের সভানেত্রী ছিলেন।

বুধবার বিকালে বারাবনি বিধান সভার নুনি মোড়ে বিজেপির নির্বাচনী কার্যালয়ে যমুনা সমাদ্দারের হাতে দলের পতাকা তুলে দেন প্রার্থী অরিজিৎ রায়। এই উপলক্ষে হওয়া এক সাংবাদিক সম্মেলনে অন্যদের ছিলেন বিজেপির জেলা সভাপতি শিবরাম বর্মন ও বারাবনির পর্যবেক্ষক প্রশান্ত চক্রবর্তী। আরো এক তৃনমুল কংগ্রেসের নেত্রী দল ছেড়ে বিজেপিতে যোগ দান করেন।

দল ছেড়ে যমুনাদেবী অভিযোগ করে বলেন, আগে দলটা ভালো ছিলো। এখন দূর্নীতিতে ভরে গেছে। আমরা নামেই পদ আছি। কোন ক্ষমতা বা দায়িত্ব কিছুই নেই। তাই মানুষের জন্য কাজ করতে দল ছাড়লাম। যদিও, ব্লক সভানেত্রীর দল ছাড়াকে গুরুত্ব দিতে চাইছেন সালানপুর ব্লকের তৃনমুল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য মহঃ আরমান। তিনি বলেন, এই রকম নেত্রীরা যত তাড়াতাড়ি দল ছাড়েন, ততই দলের মঙ্গল। তিনি অনেক দিন ধরেই দলের কোন কাজে ছিলেন না।


অন্যদিকে, এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রার্থী অরিজিৎ রায় অভিযোগ করে বলেন, ভোটের অনেক আগে থেকেই শাসক দল এই বারাবনিতে ভয় দেখিয়ে, ভয়ের বাতাবরণ তৈরী করতে চাইছে। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আমার গাড়িতে হামলা করা হয়। আমি পুলিশের কাছে নির্দিষ্ট ভাবে ১১ জনের নামে অভিযোগ করি। কিন্তু, সবাইকে জামিন যোগ্য ধারায় মামলা দেওয়া হয়। যাতে পরের দিন সবাই ছাড়া পেয়ে, আবার একই কাজ শুরু করে।

বিজেপি প্রার্থীর আরো অভিযোগ, পুলিশ ও প্রশাসনের একাংশ এখনো তৃনমুল মহিলা দলদাস হয়ে কাজ করছে। আমরা নির্বাচন কমিশনের কাছে সবই জানিয়েছি। আবারও জানাবো নির্বাচন কমিশনের তরফে আসা পর্যবেক্ষককে। আমরা সব তথ্য যোগাড় করছি। তবে তার একইসঙ্গে দাবি, এতকিছু করেও তৃনমুল কংগ্রেস জিততে পারবে না। বারাবনির মানুষেরা বিজেপির সঙ্গে আছেন। সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি বলেন, শুধু বারাবনিতে নয়, জেলার সব জায়গায় একই ঘটনা ঘটছে। আমরা প্রতি বিধান সভা ভিত্তিক সব কিছু নির্বাচন কমিশনকে জানাবো।


যদিও, বিজেপি প্রার্থীর অভিযোগকে পাত্তা দিতে চাননি তৃনমুল কংগ্রেসের তৃনমুল কংগ্রেসের বারাবনি ব্লক সভাপতি অসিত সিং। তিনি বলেন, বিজেপির সব অভিযোগ মিথ্যে। নির্বাচন কমিশন খতিয়ে দেখুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *