ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

দুষ্কৃতীদের লাগানো আগুনে পুড়ে মৃত্যু চার হাজার গাছের সঙ্গে বহু বন্য প্রাণীর

প্রাণপণ লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনে বনকর্মীরা ও স্থানীয় মানুষজন

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : দুষ্কৃতীদের দ্বারা লাগিয়ে দেওয়া আগুনের আজ কয়েক হাজার জীবন্ত গাছ সহ কিছু সংখ্যক বন্যপ্রাণী পুড়ে মারা গেল। আসানসোল(টি)রেঞ্জের অন্তর্গত গৌরান্ডি বিটের মেঝানডি জঙ্গলে বারাবনি ব্লকের পানুডিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলিগঞ্জ মৌজা এলাকায় আজ সকাল আটটা নাগাদ দাও দাও করে আগুন জ্বলতে দেখেন বনকর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা।তীব্র হাওয়াই সে আগুন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জঙ্গলে ছড়িয়ে পড়তে দেখা যায়।

তারা সঙ্গে সঙ্গে বনদপ্তর এর উচ্চস্তরের সংবাদ পাঠালে যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় মানুষজন কে সঙ্গে নিয়ে পানুডিয়া গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করে গ্রাম্য বাসিন্দাদের সহযোগিতায়,বনকর্মীরা সবাই একসাথে মিলে বেশ তিন ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।কিন্তু ততক্ষণে প্রায় ৪ হেক্টর এলাকায় অন্তত আনুমানিক ৪ হাজার আকাশমনি গাছ পুড়ে ছাই হয়ে যায়।বনদপ্তর সূত্রে জানা গেছে ২০১৮ সালে এই এলাকায় নিবিড় বনসৃজনের অঙ্গ হিসেবে ৪৮হাজার আকাশ মনি গাছ লাগানো হয়েছিল।এই ঘটনা নিয়ে গৌরান্ডি বিট আধি কারিক সুমন্ত দাস বলেন কিছু দুষ্কৃতীরা বিগত তিন মাস ধরে জঙ্গলের বিভিন্ন এলাকায় আগুন লাগিয়ে দিচ্ছে।


দুর্গাপুর বনবিভাগের অফিসের নির্দেশে বারবার গ্রাম্য অঞ্চলের সতর্কতামূলক প্রচার চালিয়ে যাওয়ার পরেও,বনদপ্তরের পাহারা থাকা সত্বেও তারা হঠাৎ হঠাৎ আগুন লাগিয়ে দিয়ে বহু গাছ পুড়ে নষ্ট করে দিচ্ছি।
এই ঘটনা নিয়ে লিখত অভিযোগ করা হবে উচ্চ আধিকারিকদের কাছে।এবং অভিযোগ জানানো হবে বারাবনি থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *