বার্নপুরে বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্বামী-স্ত্রী, স্ত্রীর মৃত্য়ু
বেঙ্গল মিরর, বার্নপুর ঃ হীরাপুর থানা অন্তর্গত বার্নপুর কালাঝরিয়া গ্রামে একটি বাড়ি থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সুন্দরী বাউরী কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক, আর তার স্বামী অনিল বাউরি গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন ।




জানা গেছে ধেনুয়া গ্রামের বাড়িতে থাকতেন দম্পতিও তার এক সন্তান, অনিল বাউরি পেশায় একজন রাজমিস্ত্রি. আজ সকালে এলাকাবাসী দেখেন তার বাড়ির দরজা খোলা অবস্থায় এবং বাগানের দরজা খোলা । ঘরের মধ্য়ে দেখেন দুজনেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়ে।
প্রাক্তন কাউন্সিলার ধর্মদাস মাঝি খবর পেয়ে আসেন, গ্রামের প্রচূর মানুষ ওখানে জড় হয়ে। পুলিশ সুত্রে জানা গেছে অনিলের উপর তার স্ত্রীর হত্য়া করার অভিযোগ আছে। এখন অনিল জেলা হাস্পাতালে ভর্তি রয়েছে , সূস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।