দূর্গাপুর ইস্পাত কারখানার গেট আটকে বিক্ষোভ আইএনটিটিইউসির
বেতন চুক্তি কার্যকরের দাবি ও বিলগ্নীকরণ সম্পর্কে কর্মীদের সচেতন করা
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর, ২ এপ্রিলঃ বেতন চুক্তি কার্যকর ও কেন্দ্র সরকারের বিলগ্নীকরণের চিন্তা ভাবনা নিয়ে কর্মীদের সচেতন করতে শুক্রবার দূর্গাপুর ইস্পাত কারখানা বা ডিএসপির মূল গেটের সামনে অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সদস্যরা। এদিন সকাল আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত একটানা গেট আটকে অবরোধ করে চলে এই বিক্ষোভ। এই বিক্ষোভ অবরোধের ফলে এদিন সকালে হাজারেরও বেশি কর্মী কাজে যোগ দিতে পারেননি। আইএনটিটিইউসির এই আন্দোলনকে কেন্দ্র করে কারখানার গেট চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দূর্গাপুর থানার পুলিশ ও কারখানার সিআইএসএফের আধিকারিকরা আসেন। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থতি সামাল দেয়।




বিক্ষোভকারী কর্মীদের দাবি, ন্যাশনাল জয়েন্ট কাউন্সিল অফ স্টিলের মাধ্যমে বেতন চুক্তি করতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর করেনি কর্তৃপক্ষ। বার বার কারখানার আর্থিক পরিস্থিতি খারাপের কথা জানিয়ে চুক্তির বিষয়টি কার্যকর করার ক্ষেত্রে এড়িয়ে যাচ্ছে সেল কর্তৃপক্ষ। শ্রমিক সংগঠনের নেতারা এদিন দাবি করেন, গত ৩১ মার্চ পর্যন্ত ১২ হাজার কোটি টাকার কাছাকাছি রেকর্ড নগদ সংগ্রহ করেছে সেল। যার জেরে বকেয়া অর্থের পরিমাণ প্রায় ৫২ হাজার কোটি টাকা থেকে নেমে দাঁড়িয়েছে প্রায় ৩৯ হাজার কোটি টাকার কাছাকাছি।
এক মাসে প্রায় ৮ হাজার কোটি টাকা বকেয়া মিটিয়ে রেকর্ড গড়লেও সংস্থার কর্মীদের বঞ্চিত করে রেখেছে সেল কর্তৃপক্ষ। এমনটাই দাবি শ্রমিক নেতাদের। এমনকি কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দূর্গাপুরে কারখানা পরিদর্শনে এসে বেতন চুক্তি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি করেছেন শ্রমিক সংগঠন নেতারা। কিন্তু তারপরেও কাজের কাজ কিছু হয়নি।
অন্যদিকে বিলগ্নীকরণ নিয়েও এদিন সরব হন কারখানার কর্মীরা । তাদের দাবি সালেম, দূর্গাপুর ও ভদ্রাবতীর বিলগ্নীকরণের যে নোটিশ দেওয়া হয়েছিলো। তার মধ্যে ভদ্রাবতী ও সালেমের টেন্ডার পাস হয়ে গেছে। কিন্তু দূর্গাপুরে তৃণমূল কংগ্রেস ও দলের শ্রমিক সংগঠনের লাগাতার আন্দোলনের জেরে দূর্গাপুর ইস্পাত কারখানার বিলগ্নীকরণ আটকে দেওয়া গেছে। কিন্তু সম্প্রতি একটি বৈঠকে কর্তৃপক্ষ জানিয়েছে ভিলাই ও দূর্গাপুর ইস্পাত কারখানার আর্থিক অবস্থা বর্তমানে সবচেয়ে খারাপ।
আর এরপরেই বিলগ্নীকরণের কালো মেঘ এসে পড়েছে দূর্গাপুর শিল্পাঞ্চলে। বেতন বৃদ্ধির পাশাপাশি বিলগ্নীকরণ নিয়ে কর্মীদের সচেতন করতেই এদিনের এই বিক্ষোভ আন্দোলন করা হয়েছে বলে দাবি আইএনটিটিইউসির নেতাদের। অবিলম্বে তাদের দাবি মানা না হলে লাগাতার আন্দোন চালিয়ে যাওয়ারও হমকি দিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা।