ASANSOLBengali NewsPANDESWAR-ANDAL

পান্ডবেশ্বরে ৫ পঞ্চায়েত সদস্য ও দলিত আদিবাসী সংগঠনের যোগদান বিজেপিতে

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২ এপ্রিলঃ ভোটের মুখে পান্ডবেশ্বরে তৃনমুল কংগ্রেসে ভাঙ্গন। শুক্রবার বিকেলে ৫ পঞ্চায়েত সদস্য ও লাউদোহার দলিত আদিবাসী সংগঠন মহা দলিত পরিষদের শতাধিক সদস্য বিজেপিতে যোগ দিলেন। ৫ পঞ্চায়েত সদস্যদের মধ্যে রয়েছেন পাণ্ডবেশ্বর বিধানসভা বহুলার ৪ জন ও কেন্দ্রার ১ পঞ্চায়েত সদস্য।


শুক্রবার বিকালে আসানসোলের জামুড়িয়ার নিঙ্গার একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা রাজীব তেওয়ারি ও পাণ্ডবেশ্বর বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি দলবদল করা সবার হাতে দলীয় পতাকা দিয়ে বিজেপিতে যোগদান করান।
প্রসঙ্গতঃ, বৃহস্পতিবার পান্ডবেশ্বর বিধান সভা এলাকার বেশকিছু আইসিডিএস কর্মী দলবদলে দলবদল করে বিজেপিতে যোগদান করেছিলেন।


সাংবাদিকদের জিতেন্দ্র তেওয়ারি বলেন, পান্ডবেশ্বরে প্রতিদিন বিজেপির নেতা ও কর্মী দের উপরে হামলার ঘটনা ঘটছে। বিজেপির কাছে হেরে যাওয়ার ভয়ে তৃনমুল কংগ্রেস এইসব করছে। আমরা চাই শান্তিতে এলাকার মানুষেরা তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। সাংবাদিক সম্মেলনে ছিলেন রাজ্য যুব মোর্চার নেতা দিগ্বিজয় সিং , জেলা সহ সভাপতি অপূর্ব হাজরা, আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলর কল্যাণ দাস গুপ্ত, অমিত তুলসিয়ান, অভিজিৎ আচার্য ,সঞ্জয় যাদব, সন্তোষ সিং সহ অন্যান্যরা।

Leave a Reply