ASANSOLPolitics

বিজেপি আসানসোল জেলার সভাপতি কে লক্ষণ ঘড়ুই না  শিবরাম বর্মন !

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল ।বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার এই মুহূর্তে সভাপতি কে লক্ষণ ঘড়ুই না  শিবরাম বর্মন। এই নিয়ে দলের অনেক কর্মী থেকে  প্রশাসনও রীতিমতো সংশয় আছেন। কেন এই প্রশ্ন উঠলো ?

গত ২৬ শে মার্চ বিজিপির আসানসোল সাংগঠনিক জেলার পক্ষ থেকে আসানসোলে পুলিশ কমিশনারের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেয়া হয়। স্মারকলিপিতে তাদের একাধিক প্রার্থী এবং এক নেতার বাড়ির সামনে হামলা ও গুলি চালানোর অভিযোগ করে দোষীদের গ্রেপ্তার দাবি জানানো হয়। এই স্মারকলিপির দ্বিতীয় পাতার নিচে গিয়ে দলের জেলা সভাপতির জায়গায় স্বাক্ষর করেছেন শিবরাম বর্মন।

দলীয় সূত্র থেকে জানা যাচ্ছে গত ১৯  শে মার্চ জেলার তদানীন্তন সাধারণ সম্পাদক শিবরাম বর্মন কে দলের সংযোজক করা হয়েছে। কিন্তু তাকে সভাপতি করা হয়েছে এমন কোন চিঠি রাজ্য থেকে জেলার অন্যান্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়নি বলে কেউ কেউ বলছেন। সংযোজক করা হয়েছে বলে সেই চিঠি পাঠানো হয়েছে দলের বিভিন্ন নেতাদের কাছে। সম্প্রতি একাধিক সাংবাদিক সম্মেলনে শিবরাম বর্মন নিজেকে সংযোজক এবং সভাপতি বলে উল্লেখ করেছেন ।

জানা গেছে বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় উনিশে মার্চ রাজ্যের যে দশটি সাংগঠনিক জেলার দলের সংযোজক পদের নাম ঘোষণা করে চিঠি পাঠিয়েছেন সমস্ত জায়গায় তারমধ্যে আসানসোল সাংগঠনিক জেলার শিবরাম বর্মন এর নাম আছে। সে ক্ষেত্রে অবশ্য সভাপতি বলে কিছু বলা নেই। কিন্তু সংযোজক পদটি গুরুত্বপূর্ণ বলে কোনো কোনো নেতা জেলা নেতারা জানান। 

এ বিষয়ে পরপর এই জেলার দ্বিতীয়বারের জন্য হওয়া সভাপতি লক্ষ্মন ঘরউই কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি এখনো দলের জেলা সভাপতি এবং  দুর্গাপুর পশ্চিমের দলীয় প্রার্থী। আমাকে সভাপতি পদ ছাড়ার জন্য রাজ্য স্তর থেকে কোনো চিঠি পাঠানো হয়নি অথবা অন্য কেউ সভাপতি হয়েছে এমন কোন চিঠি আমি পাইনি। কিন্তু শিবরাম বর্মনকে সংযোজক করা হয়েছে তা আমাকেও জানানো হয়েছে। দল যদি আমাকে সভাপতি পদে ইস্তফা দিতে বলে তাহলে আমি এখনই দিতে রাজি আছি। কিন্তু সে কথাও আমাকে বলেনি রাজ্য নেতৃত্ব। 

অপরদিকে এ বিষয়ে শনিবার  শিবরাম বর্মনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি এ নিয়ে আলাদা করে মিডিয়ার কাছে কিছু বলবো না। এটা দলের অভ্যন্তরীণ বিষয়। তাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি সেদিনের পুলিশ কমিশনারের চিঠিতেও সভাপতি লিখেছেন, সাংবাদিক সম্মেলনেও বলেছেন যে আপনি সভাপতি এবং সংযোজক তাহলে লক্ষণ ঘরউই কিভাবে  সভাপতি পদে আছেন বলছেন ? এর উত্তর তিনি দেননি। সরাসরি বলেছেন এ নিয়ে যা কিছু বলার দলের ভেতরে বলবো, মিডিয়াকে কিছু বলবো না। তবে এটা সত্যি সম্প্রতি দলের হয়ে প্রতিটি সাংবাদিক সম্মেলনে এবং অন্যান্য জায়গাতেই  জেলার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন শিবরাম বর্মন। সেসব জায়গায় কিন্তু লক্ষণ বাবুকে দেখা যাচ্ছে না। লক্ষণ বাবু নিজের এলাকায় ভোট নিয়ে ব্যস্ত আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক আধিকারিক বলেন দলের সভাপতি বলে কোন চিঠি দিতে হলে কাকে পাঠাতে হবে এটা নিয়ে অবশ্য আমাদেরও কিছুটা সংশয় আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *