ASANSOLBengali NewsLatestPOLL 2021West Bengal

অপসারিত পশ্চিম বর্ধমান সহ ৩ জেলাশাসক

সন্ধ্যায় এলো নির্বাচন কমিশনের নির্দেশ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ৭ এপ্রিলঃ আগামী ২৬ এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় নটি আসনে নির্বাচন। তার ২০ দিন আগে বুধবার রাতে অপসারিত বা সরিয়ে দেওয়া হলো জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজিকে। পদাধিকার বলে বলে তিনি জেলার ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। নির্বাচনের জন্য জেলার ৯টি বিধানসভার জন্য বুধবার ছিলো মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।



পূর্ণেন্দু কুমার মাজি এক বছর আগে এই জেলায় দায়িত্ব নিয়ে এসেছিলেন। তার পরিবর্তে অনুরাগ শ্রীবাস্তব কে পাঠানো হচ্ছে জেলাশাসক বা ডিইও করে ।

অনুরাগ শ্রীবাস্তব আগে অবিভক্ত বর্ধমান জেলা জেলা শাসক ছিলেন। তাকে বৃহস্পতিবার সকাল দশটার মধ্যে দায়িত্ব নিতে বলা হয়েছে। প্রসঙ্গত, তিনদিন আগেই এই জেলার জন্য পাঁচ পর্যবেক্ষক এসেছেন। তারা কাজ শুরু করার পরেই আচমকা বুধবার সন্ধ্যায় জেলাশাসক অপসারণের নির্দেশ এসে পৌঁছায়।
জানা গেছে, আরো কিছু আধিকারিকের কাজ খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।

এরই সঙ্গে সরানো হলো দক্ষিণ দিনাজপুরের জেলা নির্বাচনী আধিকারিক (DEO) তথা জেলাশাসক নিখিল নির্মল কে। দক্ষিণ দিনাজপুরের নতুন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (DEO) হলেন ২০০৭ ব্যাচের আই এ এস অফিসার সি মুরাগনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *