ASANSOLBengali News

শহর জুড়ে চাঞ্চল্য, ” এবার ঘটক বিদায় ” লেখা ফ্লেক্স টাঙ্গালো বিজেপি

আক্রমন তৃনমুল কংগ্রেসের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত , আসানসোল, ৯ এপ্রিলঃ সপ্তম দফায় আগামী ২৬ এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার ৯ টি বিধানসভায় নির্বাচন হবে। তার আগে বিশেষ করে আসানসোল উত্তর বিধান সভা কেন্দ্রে নানা ইস্যুতে রাজনৈতিক পরিবেশ সরগরম হয়ে উঠেছে । অভিযোগ ও পাল্টা অভিযোগের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের নেতারা একে অপরকে টার্গেট করছেন। এবার আসানসোল শহরে বিজেপির নাম লেখা ” এবার ঘটক বিদায় ” লেখা হোর্ডিং ও ফ্লেক্স লাগানো নিয়ে একইসঙ্গে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। তাতে পদ্ম ফুলের ছবি দেওয়ার পাশাপাশি জনৈক প্রনব বন্দোপাধ্যায়ের নাম লেখা আছে।

শুক্রবার সকালে সেইসব হোডিং ও ফ্লেক্স টাঙানো দেখা যায়। সরাসরি রাজ্যের বিদায়ী আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটককের নাম না করে বিজেপি ব্যক্তিগতভাবে আক্রমন করা হয়েছে বলে শাসক শিবির থেকে বলা হয়েছে। যদিও তাতে জয় পরাজয়ে কিছু হেরফের হবেনা বলে শাসক শিবিরের দাবি। বিজেপির পক্ষ থেকে এই ফ্লেক্স টাঙানোর কথা অস্বীকার করা হয়নি। এই কেন্দ্রে তৃনমুল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটকের বিরুদ্ধে বিজেপি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে টিকিট দিয়েছে।


জেলা তৃনমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক বলেন , এই কেন্দ্রের প্রার্থী আবারও হয়েছেন রাজ্যের বিদায়ী আইনমন্ত্রী মলয় ঘটককে। আর বিজেপির প্রার্থীর নামে ১৭ টি ফৌজদারি মামলা রয়েছে। বিজেপির রুচি কি তা তো এর থেকেই বোঝা যাচ্ছে। এর থেকে বেশি কিছু বলতে চাইনা। আমরা কাউকে ব্যক্তিগত আক্রমন করিনা। সেটা আমাদের রুচিতে বাধে। নির্বাচনের ফলই বলে দেবে আসানসোলের মানুষেরা কি চান ও কাকে চান আগামী ২ মে পর্যন্ত তার জন্য অপেক্ষা করুন।

দেওয়াল লিখনের ওপর গোবর লেপে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


অন্যদিকে, বিজেপির আইনজীবী সেলের তরফে আসানসোল আদালতের আইনজীবী দলের মুখপাত্র পীযুষ কান্তি গোস্বামী এই প্রসঙ্গে বলেন, এই ফ্লেক্সের লেখা দেখে যে কেউ যা খুশি মনে করতে পারেন ও বলতে পারেন। আমরা কাউকে উদ্দেশ্য করে এটা করিনি। ঘটক আমাদের বিয়ের সময়ে লাগে। এবারে নির্বাচনে তো খেলা হবে বলা হচ্ছে। আমরা বলছি খেলা হয়ে গেছে। তা ঘটককে আমরা বিদায় করার কথা বলেছি। তবে এই ফ্লেক্স নিয়ে তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হবে কিনা তা জানা যায়নি।

চুরি যাওয়া মোটরসাইকেল ও টাইলস উদ্ধার করল পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *