ASANSOLRANIGANJ-JAMURIA

আগামী ১৭ এপ্রিল আসানসোলের নীঘায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পশ্চিম বর্ধমান জেলার নয় প্রার্থীর সমর্থন

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১১ এপ্রিলঃ আগামী ১৭ এপ্রিল জামুড়িয়ার নিংঘার পরিত্যক্ত এরোড্রাম সংলগ্ন ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী জনসভা করবেন। বিজেপি সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভার নয় প্রার্থীর সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সভা করবেন । সেই সভার বিজেপির নেতা ও পুলিশ আধিকারিকরা রবিবার গোটা এলাকাটি ঘুরে দেখেন।

ঐ ময়দান সংলগ্ন এলাকায় অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হবে। পে লোডার যন্ত্র দিয়ে উঁচু নিচু মাটি কেটে জমি সমান করার কাজও চলছে বলে জানিয়েছেন দলের জেলা সহ-সভাপতি তথা নির্বাচন কমিশনে কাজ দেখার জন্য দলের দায়িত্বে থাকা প্রশান্ত চক্রবর্তী। তিনি বলেন, ঐদিন এই জেলায় প্রধানমন্ত্রী দলের তরফে একটাই সভা করবেন।


প্রসঙ্গতঃ, এর আগে ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদি আসানসোলের পোলো ময়দানে সভা করেছিলেন। আসানসোল স্টেডিয়াম সংলগ্ন পোলো ময়দানে সুইমিংপুল তৈরি হয়ে গেছে। জায়গাটি অনেকটা কমে গেছে। এই কারণেই নাকি বড় জনসভার কথা ও একইসঙ্গে হেলিপ্যাডের কথা ভেবে নিংঘা এলাকাকে বেছে নেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *