আর্য সমাজের সৃষ্টি প্রারম্ভ দিবস পালন
বেঙ্গল মিরর, আসানসোল, ১৩ এপ্রিল, ২০২১: আসানসোল কেএসটিপির অন্তর্গত ডিএভি মডেল স্কুলে আজ “বৈদিক নববর্ষ” এবং “আর্য সমাজের প্রতিষ্ঠা দিবস” পালিত হল। এই উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণকে সুসজ্জিত করা হয়। উৎসব শুরু হয় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে। বৈদিক মন্ত্রোচ্চারণ এবং বৈদিক ধ্বনির শুদ্ধ আবহে অনুষ্ঠান পরিসরে এক আত্মিক পরিমণ্ডল রচিত হয়। বিদ্যালয়ের প্রধানাচার্য শ্রী অমিত কুমার দাস মহাশয়ের পৌরহিত্যে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।




বৈদিক গান ও বৈদিক মন্ত্র উচ্চারণ এর মাধ্যমে যজ্ঞের অনুষ্ঠান সুসম্পন্ন হয়। অনলাইন ক্লাসের ছাত্র-ছাত্রীরা লিংকের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগদান করে। বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষা কর্মীদের ভক্তিপূর্ণ উপস্থিতি অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করে।
আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণপুর সপ্তম ব্যাটেলিয়ানের আইপিএস কমান্ডান্ট শ্রী পারিজাত বিশ্বাস মহাশয়, আসানসোল জীবন সুরক্ষার সভাপতি শ্রী অসীম সরকার মহাশয় এবং শ্রদ্ধা দেবী হ্যাপি স্কুলের শিক্ষক শ্রী বিনয় রজক মহাশয়। এই অতিথিগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়েছে। এই অনুষ্ঠান উপলক্ষে নিকটবর্তী প্রায় চল্লিশ জন দুঃস্থ পরিবারের সন্তানদের আমন্ত্রণ জানানো হয় অতিথিরূপে।
“অতিথি দেব ভব” এই বৈদিক রীতি অনুযায়ী তিলক পরিয়ে সম্বর্ধনা জানিয়ে ওই শিশুদের অভ্যর্থনা জানানো হয়। কিছু খাদ্য সামগ্রী, দৈনন্দিন ব্যবহারের বস্তু, খাতা, পেন্সিল এবং কিছু ব্যবহৃত জামাকাপড় দান করা হয় ওই দুঃস্থ শিশুদের। ওই শিশুদের উপস্থিতিতে অনুষ্ঠানের পরিবেশ কলকাকলিতে পূর্ণ হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানটি চলাকালীন কোভিড পরিস্থিতিজনিত সমস্ত রকমের সুরক্ষামূলক ব্যবস্থা, যেমন- মাস্ক পরিধান, দূরত্ব বজায় রাখা প্রভৃতি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।