কোভিড হাসপাতালে বেড ফাঁকা নেই
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। রূপনারায়ণপুরের ২১ বছরের করোনা আক্রান্ত এক যুবক জ্বর, পেটব্যথা ও শ্বাসকষ্ট এবং বমির উপসর্গে ভুগছেন। কিন্তু কোভিড হাসপাতালে বেড ফাঁকা না থাকায় তাকে ভর্তি করানো যায়নি। এই অবস্থায় প্রচন্ড দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে তার পরিবার। তাকে বাড়ি থেকে পিঠাকিয়ারি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। করোনা পজিটিভ হওয়ার পরও তাকে বাড়িতেই থাকতে বলা হয়েছিল।
কিন্তু অবস্থা ক্রমশ জটিল আকার নেওয়ায় যে কোন উপায়ে তাকে হাসপাতালে ভর্তির চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট মহল। কিন্তু রাত্রি পর্যন্ত কোন ব্যবস্থা করা যায়নি। শুধু তাই নয় এই সরকারি স্বাস্থ্য কেন্দ্র বা পার্শ্ববর্তী রেল হাসপাতালের গত ৮ দিন ধরে করোনার ভ্যাকসিন নেই। অন্যদিকে রাজ্য সরকারের স্বাস্থ্য বুলেটিন থেকে জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় করোনাতে ৩৫৯ জন আক্রান্ত হয়ে নতুন রেকর্ড করেছে জেলায়। সক্রিয় রোগীর সংখ্যা ২১৪৯। জেলায় এ পর্যন্ত ১৭৯ জন মারা গেছেন।