শিল্পাঞ্চল জুড়ে কালবৈশাখীর তান্ডব,তিনজনের মৃত্যু

শিলাবৃষ্টির সঙ্গে তুমুল ঝড়, ভেঙে পড়লো গাছ
বিদ্যুৎ খুঁটি ও সিগনাল পোষ্ট, বিদুৎ বিপর্যয় বার্ণপুরে দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যু
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৭ এপ্রিলঃ বৈশাখ মাসের তৃতীয় দিনেই আসানসোল শিল্পাঞ্চল জুড়ে প্রথম কালবৈশাখীর তান্ডব। শনিবার বিকাল সাড়ে চারটের পরে এই ঝড় শুরু হয়। সেই ঝড়ে আসানসোল শহরের জিটি রোড কার্যত লন্ডভন্ড হয়ে গেছে। একাধিক বৈদ্যুতিক খুঁটি, গাছ ও সিগন্যাল পোস্ট ঝড়ে উপড়ে যায়। এরফলে এই ঝড়ে পরে আসানসোল শহর সহ শিল্পাঞ্চল জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আসানসোলের বিএনআর ব্রিজের ওপর ঝড়ে একটি গাছ ভেঙে পড়ে। তাতে জিটি রোডে বেশ কিছুক্ষুনের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। আসানসোলের ডিআরএম রোডেও গাছ ভেঙে পড়ে।

পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের প্রধান তমোজিৎ চক্রবর্তী বলেন, বিভিন্ন এলাকায় ঝড়ে গাছ ও পোস্ট ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আসানসোল পুরনিগমের চীফ ইঞ্জিনিয়ার সুকোমল মন্ডল বলেন, পুর এলাকায় বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। লোকদের কাজে লাগানো হয়েছে।
রাজ্য বিদ্যুৎ বন্টন নিগনের আসানসোল ডিভিশন সূত্রে জানা গেছে, আসানসোল শহর সহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি পড়েছে। সেই কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে। কাজ শুরু করা হয়েছে।
অন্যদিকে, কালবৈশাখীর তান্ডবে পৃথক তিনটি ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আহত হয়েছে ৭ জন। জানা গেছে, ঝড়ের মধ্যে বাড়ির চৌহদ্দিতে দেওয়াল চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়। পুলিশ জানায়, এদিন বিকেল পাঁচটার পরে হিরাপুর থানার বার্ণপুরের রাধানগর রোডের ৮ নং বস্তির রেলগেট খাটাল এলাকায় ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম রাজু কুমার সাউ (৩৬)।
জানা গেছে, রাজু কুমার সাউ বাড়ির চৌহদ্দির মধ্যে মোবাইল ফোনে কথা বলেছিলো আচমকা ঝড় আসায় সে ঘরের দিকে যাচ্ছিলো। সেই সময় একটি আমগাছ ভেঙে তাদের বাড়ির পাঁচিলের উপরে পড়ে। সেই পাঁচিল ভেঙে পড়ে রাজুর উপর। বাড়ির লোক ও প্রতিবেশীরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, কুলটি থানার গাঙ্গুটিয়ায় ঝড়ের বৃষ্টি হয়। সেই সময় বাড়ির বাইরে ছিলেন এলাকারই বাসিন্দা প্রবোধ গরাই ( ৪৮)। আচমকাই তার উপর বাজ পড়ে। তাতে সে অচৈতন্য হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
একইভাবে, এই ঝড়ের মধ্যে উড়ে আসা টিনে কাটা পড়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার খাস কাজোড়া এলাকায়। মূর্শিদাবাদের ফারাক্কা থানার অর্জুনপুরের বাসিন্দা মৃত রাজমিস্ত্রির নাম জইরুল শেখ (৪৫)। পুলিশ জানায়, কাজ করার সময় ঝড় উঠায় জইরুল শেখ এক জায়গায় দাঁড়িয়ে ছিলো। সেই সময় একটি উড়ে এসে তার গায়ে লাগে। তাকে আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
অন্যদিকে, আসানসোলের জামুড়িয়ার নিংঘায় পরিত্যক্ত এরোড্রাম সংলগ্ন ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভার জন্য তৈরী হওয়া প্যান্ডেল ভেঙে পড়ে। তাতে চাপা পড়ে ৫ জন আহত হয়। জানা গেছে, আহতরা মিস্ত্রি ছিলো। তারা প্যান্ডেল খোলার কাজ করছিলো। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে আসানসোল জেলা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এদিন দুপুরে প্রধানমন্ত্রীর সভা ছিলো।