ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsPoliticsPOLL 2021

তৃণমূলের ব্লক সভাপতিরা সন্ত্রাস করার ছক কষতে ব্যস্ত : বাবুল

বারাবনি বিধাসভার বিজেপির প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে প্রচার করলেন কেন্দ্রমন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয়

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি:-বারাবনি বিধানসভার খাসকুঠী মোড় থেকে কেলাজোড়া হনুমান মন্দির পর্যন্ত বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে সাংসদ তথা কেন্দ্রমন্ত্রী বাবুল সুপ্রিয়ের উপস্থিতে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। যেখানে ঢাক-ঢোল ও ধামশা- মাদল,বাজিয়ে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাস দেখার মত ছিলো।


এদিন সাংসদ বাবুল সুপ্রিয় বলেন বারাবনি বিধানসভার ভোট খুব ভয়ঙ্কর,এই বিধানসভায় ঝামেলা নিশ্চিত এখানে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ছাড়া নির্বাচন করতে পারে না।তা সবাই দেখছে লোকসভা ভোটে কিন্তু আমার অভিজ্ঞতা আছে এত সন্ত্রাস করার পরেও আমার জয়।আর অরিজিৎ জানে বারাবনি অঞ্চলের মধ্যে কিভাবে রাজনীতি করতে কারণ তার বাড়ি বারাবনি আর এতদিন ধরে সে রাজনীতি করেছে বারাবনিতে।


এই নির্বাচনে বারাবনি বিধান সভায় থেকে অরিজিৎ রায়ের জয় নিশ্চিত।তিনি আরো বলেন বিজেপি এখন মিটিং মিছিলে বাস্ত আর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিরা পার্টি অফিসে সন্ত্রাস করার ছক কষতে ব্যস্ত হয়েছে আর সব থেকে বড় ব্যাপার এই সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে হচ্ছে।রাজ্যের সমস্ত মানুষজন সিদ্ধান্ত করে ফেলেছে রাজ্যে এবার বিজেপির সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *