ASANSOLBengali NewsKULTI-BARAKAR

দিদি এখন ভাইপোর পিসি হয়ে গেছে : শাহনওয়াজ

আসানসোল উত্তর বিধানসভার প্রার্থীর হয়ে রোড শো

কুলটির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন বিহারের শিল্প মন্ত্রী শাহনওয়াজ হোসেনের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ২২ এপ্রিলঃ দিদি এখন আর সেই দিদি নেই। ভাইপোর পিসি হয়ে গেছে। এখন দিদি আর বাংলার মানুষের জন্য ভাবেন না। তার যত চিন্তা এখন অভিষেককে নিয়ে। শুক্রবার আসানসোলের কুলটি থানা মোড় সংলগ্ন ময়দানে কুলটি বিধান সভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে একটি সভা থেকে এমনভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করেন বিহারের শিল্প মন্ত্রী শাহনওয়াজ হোসেন।


কুলটির সভার আগে তিনি আসানসোল উত্তর বিধান সভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সমর্থনে আসানসোলের রেলপার এলাকায় রোড শো করেন। আসানসোল রেলস্টেশন সংলগ্ন ময়দান থেকে শুরু হয়ে সেই রোড শো সফি মোড়ে এসে শেষ হয়।


কুলটির সভা থেকে শাহনওয়াজ হোসেন আরো বলেন, দিদি তো জয়শ্রী রাম ধ্বনি শুনলেই রেগে যান। এখন আবার তিনি দিদি বললেও রেগে যাচ্ছেন। আমরা সবাই তাকে দিদি বলি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাকে দিদি বলেন। দিদির লোকেরা বেআইনি কয়লার টাকা খেয়েছে। কাটমানি খেয়েছে। গত ১০ বছরে খেয়ে খেয়ে তৃনমুল কংগ্রেসের নেতারা পাতলা থেকে মোটা হয়ে গেছে। তিনি বলেন, বাংলায় এবার পরিবর্তন হচ্ছেই। এবারের নির্বাচন বাংলাকে বাঁচানোর লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *