ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKARPANDESWAR-ANDAL

জেলার ৯ বিধানসভায়, লড়াইয়ে ৬৪ প্রার্থী, কড়া নিরাপত্তা আসানসোল ও দূর্গাপুরে

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২৫ এপ্রিলঃ আজ সোমবার সপ্তম দফায় পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধান সভায় ভোট গ্রহণ হবে। ভোটের জন্য গোটা জেলাকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার সঙ্গে যুক্ত পাশের রাজ্য ও জেলার সীমানায় নাকা চেকিং শুরু হয়েছে। রবিবার রাত থেকে সীমানা সিল করে দেওয়া হবে।

জেলার ৯টি বিধান সভা আসানসোল ( দক্ষিণ), আসানসোল ( উত্তর), বারাবনি, কুলটি, রানিগঞ্জ, জামুড়িয়া, পান্ডবেশ্বর, দূর্গাপুর ( পশ্চিম) ও দূর্গাপুর ( পূর্ব) মোট প্রার্থী ৬৪ জন। ৯টি বিধান সভায় মোট ভোটার- ২২, ৩৫, ৮১৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১১, ৪৮, ৬২৫ জন ও মহিলা ভোটার ১০, ৮৭, ১৪৪ জন। জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার ৪৭ জন। মোট বুথ ৩০৬৪টি। তার মধ্যে মেন বুথ হলো ২৪৪৬। অকজিলারি বুথের সংখ্যা ৬১৮। মহিলা বুথ ৪৫০ টি। বুথ রয়েছে এমন ভোট গ্রহণ চত্বর ১২৬৮ টি । ওয়েব কাস্টিং হবে ১৮০০টি বুথে ।

 জেলা প্রশাসন ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে জেলায় অতি স্পর্শকাতর বুথ প্রায় ৫০ শতাংশ। আরো ৩০ শতাংশ বুথ কম ও মাঝারি সেনসেটিভ। নির্বাচন কমিশনের নির্দেশ মতো জেলার  সব বুথে কেন্দ্রীয় বাহিনী পাহারায় থাকবে। মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে ১৫৭ কোম্পানি। এর সঙ্গে রাজ্য পুলিশ প্রায় ৬ হাজার থাকবে । জেলায় মোট অবজারভার রয়েছেন১১ জন। তার মধ্যে পুলিশ অবজারভার ৩ জন, জেনারেল অবজারভার ৬ জন ও এক্সপেনডিচার অবজারভার ২ জন রয়েছেন।  

এছাড়াও জেলায় মোট ভোট কর্মী ১৪, ০৯৫ জন। মোট ভোট ১০ শতাংশ কর্মীর রিজার্ভে রয়েছেন । মাইক্রো অবজারভার থাকছেন ৫০০ জন। জেলার ৯টি বিধান সভার জন্য ডিসিআরসি করা হয়েছে ৫ টি। যার মধ্যে আসানসোল মহকুমায় ২ টি ও দূর্গাপুর মহকুমায় ৩ টি ডিসিআরসি রয়েছে। জেলায় দুটি কাউন্টিং সেন্টার বা গণনা কেন্দ্র করা হয়েছে ২টি। একটি আসানসোল রয়েছে। তার হলো আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। যেখানে আগামী ২ মে ৫টি বিধানসভা আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, জামুড়িয়া, বারাবনি ও কুলটির ভোট গণনা হবে। এছাড়াও দূর্গাপুর ল কলেজের গণনা কেন্দ্রে বাকি ৪ টি বিধানসভা রানিগঞ্জ, পান্ডবেশ্বর, দূর্গাপুর পশ্চিম ও দূর্গাপুর পূর্বের ভোট গণনা হবে । 

রবিবার সকাল থেকে জেলার ৫ টি ডিসিআরসি থেকে ভোট কর্মীরা ভোটের সরঞ্জাম নিয়ে বুথের উদ্দেশ্যে রওয়া দেন। এদিন সন্ধ্যার মধ্যে সব বুথে ভোট কর্মীদের চলে যাওয়ার কথা। অন্যদিকে, এদিন সকালে পশ্চিম বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ও আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার মিতেশ জৈন আসানসোল শহরের জিটি রোডে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে নিয়ে রুট মার্চ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *