ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsKULTI-BARAKARPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

জেলায় খোলা হলো ডিস্ট্রিক্ট কোভিড কো-অর্ডিনেশন সেন্টার

বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: করোনাকালীন পরিস্থিতিতে সবচেয়ে বেশি যেসব সমস্যা ও অসুবিধাগুলি নিয়ে মানুষেরা ভুগছেন সেগুলির সমাধান করার জন্য সরকারি উদ্যোগ গ্রহণ করা হলো। পশ্চিম বর্ধমান জেলার জন্য গড়ে তোলা হলো ডিস্ট্রিক্ট কোভিড কোঅর্ডিনেশন সেন্টার। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিবের নির্দেশ অনুযায়ী জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এই ব্যবস্থা গ্রহণ করেছেন।

ব্যবস্থা অনুযায়ী এই কেন্দ্র যেসব বিষয়গুলি অত্যন্ত দ্রুততার সঙ্গে সমাধান করবে সেগুলি হল ১) করোনা আক্রান্ত যে কোন ব্যক্তির হাসপাতালে ভর্তির অসুবিধা হলে, ২) করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে সেই মৃতদেহের যথাযথভাবে সৎকারের ব্যবস্থা করা, ৩) করোনা আক্রান্তকে বাড়ি থেকে হাসপাতাল বা এক হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্সের জন্য ৪) এবং টেলিমেডিসিন সুবিধা পাওয়ার জন্য। এছাড়াও অক্সিজেন পাওয়ার জন্য করোনা আক্রান্ত রোগী বা তার পরিবার এই ডিস্ট্রিক্ট কোভিড কোঅর্ডিনেশন সেন্টারে যোগাযোগ করতে পারবেন। এই সেন্টারের সঙ্গে যোগাযোগ করার ফোন নম্বার হল ০৩৪১ ২২৫ ৩৬৫০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *