হাসপাতালে ভর্তি না নেওয়ার জন্য শিশু মৃত্যুর অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ:
বেঙ্গল মিরর, রানীগঞ্জ, চরণ মুখার্জি::- রানীগঞ্জের 5-5 টি হাসপাতাল এ বছর 7 এর বাচ্চা মেয়েকে অসুস্থ অবস্থায় ভর্তি না নেওয়ার কারণে মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে রানীগঞ্জের পাঞ্জাবীমোড় লাগোয়া 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোবের সামিল হলো মৃতের পরিজনেরা এদিন তারা দাবি করে যে 5টি হাসপাতলে ওই বাচ্চা মেয়েটিকে পেটের গোলযোগ জনিত কারণে নিয়ে যাওয়ার পরও চিকিৎসক নেই কোথাও বা বেড নেই এই বলে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে এরই মাঝে রাস্তার মধ্যেই ওই বাচ্চা মেয়েটি মারা যায়




এই অভিযোগ তুলে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। ঘন্টাখানেক অবরোধ চলাাার পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয় । ঘটনা প্রসঙ্গে জানা যায় অন্ডালের জামবাদ এলাকার বাসিন্দা মন্টু সাহানি 7 বছরের মেয়ে সাক্ষী কুমারী সাহানি কে নিয়ে এদিন দুপুরে চিকিৎসার জন্য রানীগঞ্জের নার্সিংহোম গুলিতে নিয়ে যায় বিভিন্ন নার্সিংহোমে ঘোরার পর বিভিন্ন অজুহাত দেখিয়ে ওই বাচ্চাকে ভর্তি না নেওয়ায় রাস্তাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই শিশুকন্যা পরে তাকে রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক ও শিশু কন্যাকে মৃত বলে জানায় এই ঘটনার পরপরই হাসপাতাল ও নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে ভর্তি না নেওয়ার অভিযোগ তুলে তারা বিকেল চারটে থেকে পথ অবরোধ শুরু করে ।