করোনার শিকার হয়ে মৃত্যু হল শিল্পাঞ্চলের বিশিষ্ট শিল্পপতি ও বিল্ডার সুবীর ঘোষের, ব্যবসায়ী মহলে শোকের আবহ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল শিল্পাঞ্চলের শোকের আবহ। বিশিষ্ট শিল্পপতি তথা নির্মাতা সুবীর ঘোষের মৃত্যু হল। শিল্পপতি তথা বিল্ডার সুবীর ঘোষের মৃত্যুতে ব্যবসায়ীদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। নির্মাতা হওয়ার পাশাপাশি সুবীর বাবুর সিমেন্ট প্ল্যান্ট ছিল। প্রায় সপ্তাহ দুয়েক আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। রানীগঞ্জের হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দুর্গাপুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই গভীর রাতে তার মৃত্যু হয়।
শিল্পাঞ্চলের বিশিষ্ট শিল্পপতি সুবীর ঘোষের মৃত্যুর খবর আসার পর সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল রবি মিত্তাল, পবন গুটগুটিয়া, ক্রেডাইয়ের সুব্রত চ্যাটার্জী, বিনোদ গুপ্ত, আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল, সচিব শম্ভুনাথ ঝা, পিবিডিসিসিআই জগদীশ বাগরি, মার্চেন্ট চেম্বারের সভাপতি সৌমেন চ্যাটার্জি, মহাবীর শর্মা, এছাড়া বিশিষ্ট শিল্পপতি ও বিল্ডার শচীন রায়, নিখিলেশ উপাধ্যায়, যুব নেতা চঙ্কি সিং প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
৩১ হাজারের গন্ডি পার, করোনায় দৈনিক আক্রান্তর সংখ্যা হাজার ছুঁই ছুঁই, ৪ জনের মৃত্যু গত ২৪ ঘন্টায়