ASANSOLBengali NewsRANIGANJ-JAMURIA

জামুরিয়ায় ফের বিজেপির পার্টি অফিস ভাঙচুর, রানিগঞ্জে বিজেপি কর্মীর বাড়িতে আগুন,অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে, অস্বীকার তৃণমূল কংগ্রেসের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৪ এপ্রিলঃ বিধান সভা নির্বাচনের ফল বেরোনোর পরে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে অশান্তি অব্যাহত। আবার জামুরিয়ায় বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটলো। রবিবার রাতে আসানসোল পুরনিগমের জামুড়িয়ার ৩২ নং ওয়ার্ডের মডার্ন সাতগ্রাম কোলিয়ারি এলাকায় এই ঘটনাটি ঘটে। বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে বিজেপি কর্মী সমর্থকদের নজরে আসে দলীয় কার্যালয়টি ভাঙচুরের হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির দলীয় কার্যালয়ে থাকা চেয়ার, টেবিল সহ একাধিক জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ । জামুড়িয়া বিজেপির নেতৃত্বের অভিযোগ, জামুড়িয়ায় তৃণমূল কংগ্রেস জেতার পরে ধারাবাহিক ভাবে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে ।


বিজেপির জামুড়িয়া মন্ডল ৩ এর সহ সভাপতি সাধন মাজি এদিন বলেন, ৩২ নং ওয়ার্ডে এবার বিজেপি ভালো লিড পেয়েছে। সেটা তৃনমুল কংগ্রেস সহ্য করতে পারছে না। তাই হামলা চালানো হচ্ছে। তৃনমুল কংগ্রেসের দুষ্কৃতিরা বিজেপির নেতা ও কর্মীর বাড়ি ভাঙচুর করছে। দলীয় কার্যালয় ভাঙচুর করছে। এমনকি দলীয় কার্যালয়ে থাকা জিনিসপত্র লুটপাট করেছে। তৃণমূল কংগ্রেসের এই হামলার ভয়ে আতঙ্কিত হয়ে এলাকা ছাড়া রয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি।


তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূল কংগ্রেসের জামুড়িয়া ব্লকের যুব সংগঠনের সভাপতি সঞ্জয় মুখোপাধ্যায়ের দাবি, জামুরিয়ায় বিজেপি হেরে যাওয়ার পরেই নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে । পুরনো বিজেপি সঙ্গে সদ্য বিজেপির মধ্যে ঝামেলা ও গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ভাঙচুরের ঘটনা ঘটছে।

আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সংযত থাকতে বলেছেন। আমরা জয়ের আনন্দ না করে সাধারণ মানুষের পাশে রয়েছি। তিনি বলেন, দলের কেউ এই কাজ করেনি। তারপরেও যদি কেউ করে থাকে আমরা তা নিন্দা করছি।
এদিকে পুলিশ জানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে সোমবার রাত্রি রানিগঞ্জের বল্লভপুরে দেবাশীষ চ্যাটার্জীর বাড়ীতে কিছু যুবক আগুন লাগিয়ে দিলে আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে যায়। দেবাশীষ চ্যাটার্জীর অভিযোগ তিনি বিজেপি কর্মী বলে তৃণমূল কংগ্রেস জেতার পর তাকে এবং এলাকার বিজেপি কর্মীদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, বাড়ীর মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে ধর্ষণ করে মেরে ফেলার। এলাকার অনেক বিজেপি কর্মী ভয়ে ঘরছাড়া হয়েছে, সোমবার রাত নটা নাগাদ বাড়ীর লোকের অবর্তমানে তারা ঘরে আগুন লাগিয়ে দেয়। পুলিশকে অভিযোগ জানানো হয়েছে বলে জানান দেবাশীষ চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *