ASANSOL

আসানসোল কেন্দ্রের সাত প্রার্থীর মনোনয়ন পরীক্ষা, জেনারেল অবজারভারের উপস্থিতিতে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল লোকসভা কেন্দ্রের মনোনয়ন পত্র পরীক্ষা বা স্ক্রুটিনি করার দিন ছিলো শুক্রবার। এদিন আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে জেলাশাসক বা আরও ( রিটার্নিং অফিসার) এস পোন্নাবলম আসানসোল লোকসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক বা জেনারেল অবজারভার পোমমালা সুনীল কুমারের (আইএএস) উপস্থিতিতে সাত প্রার্থীর মনোনয়ন পত্র পরীক্ষা বা স্ক্রুটিনি করেন। এই প্রক্রিয়া চলাকালীন প্রার্থী, নির্বাচনী এজেন্টেরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জমা পড়া সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও তা গ্রহণ করা হয়েছে।



প্রসঙ্গতঃ, বৃহস্পতিবার আসানসোল লোকসভা কেন্দ্রের লড়াইয়ের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো। তৃনমুল কংগ্রেস, বিজেপি ও সিপিএম সহ মোট সাতজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২৯ এপ্রিল দুপুর পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে।

Leave a Reply