মিড ডে মিল সামগ্রী কেনা নিয়ে স্কুলশিক্ষা দপ্তর এবং বিডিও এর পক্ষ থেকে পৃথক নির্দেশিকা জারী করার ফলে বিতর্ক অন্ডালে
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
অন্ডাল ব্লকে মিড ডে মিল সম্পর্কে শিক্ষা বিভাগ ও ব্লক উন্নয়ন অফিসের কাছ থেকে উপকরণ ক্রয় সংক্রান্ত পৃথক নির্দেশ জারির কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রচুর ক্ষোভের সঞ্চার হয়েছে। শিক্ষকরা বিডিও অফিস থেকে জারি করা নির্দেশিকার বিরোধিতা করেন। অনেক স্কুল জেলা প্রশাসনের কাছেও অভিযোগ করেছে।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংস্থার পক্ষ থেকে রামপ্রসাদ ভট্টাচার্য বলেন যে, ডিআই অজয় পাল জেলা স্কুল পরিদর্শক অফিস থেকে একটি নির্দেশ জারি করেছেন যাতে বলা রয়েছে যে মধ্যাহ্নভোজের জন্য চাল ছাড়া অন্যান্য সামগ্রী স্কুল নিজেই কিনে নেবে। যার মূল্য হিসাবমত দিয়ে দেওয়া হবে। তবে বিডিও অফিস থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে যে আলু ছাড়া অন্যান্য সমস্ত সামগ্রী ব্লক অফিস থেকে বিদ্যালয়গুলিতে দেওয়া হবে। আর এই নিয়েই বিতর্কের সূত্রপাত।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/05/FB_IMG_1620539429024-500x500.jpg)
খাস কাজোরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুন্না পাসওয়ান, কাজোরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রামনিবাস ভট্টাচার্য এই বিষয়ে জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি বলন যে ব্লকের ১১৮ টি স্কুল রয়েছে। যেখানে প্রতি মাসে এই উপকরণগুলি কেনার জন্য ৩০ লক্ষ টাকা ব্যয় করা হয়। সমগ্র জেলাতে একমাত্র অন্ডাল ব্লকে এই নির্দেশ জারি করা হয়েছে। এর বাইরে এ জাতীয় কোনও নির্দেশিকা নেই। অন্যদিকে, যদি পাঁচ লক্ষ টাকার বেশি সামগ্রী কেনা হয় তবে এজন্য ই-টেন্ডার প্রয়োজন। সেক্ষেত্রে ব্লক অফিস কি টেন্ডার করেছে?
এ বিষয়ে ডিআই অজয় পাল জানিয়েছেন, মিড ডে মিল বিভাগের সাথে কথা বলার পরেই বিদ্যালয়গুলিকে এই জিনিসপত্র কেনার নির্দেশ দেওয়া হয়। এখন অন্ডাল বিডিওর দেওয়া নির্দেশিকা সম্পর্কে ওই বিভাগের সাথে কথা বলা হবে।
অন্যদিকে বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন যে, স্থানীয় পর্যায়ে উপকরণ কিনতে হলে হয় স্কুলকে কিনতে হবে নতুবা ব্লক অফিসকে কিনতে হবে। একই সাথে, সরকারী ডিলারের কাছ থেকে পণ্য কেনার জন্য টেন্ডার বা দরপত্রের প্রয়োজন নেই।