LatestPoliticsWest Bengal

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন জিতেন্দ্র তিওয়ারি, জেলার হিংসা কবলিত এলাকা ঘুরে দেখার অনুরোধ

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল। বিজেপির আসানসোলের নেতা এবং পাণ্ডবেশ্বর এর প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সোমবার রাজ্যপাল জগদীপ ধনকরের সাথে দেখা করেন। রাজ্যপালকে  নির্দিষ্ট তথ্য দিয়ে তিনি অভিযোগ করেন নির্বাচনী ফলাফল ঘোষণার পর আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে বিজেপির কর্মী-সমর্থকেরা বারবার আক্রান্ত হচ্ছেন। তাদের ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে। অনেকেই এই মুহূর্তে দলীয় অফিসে আশ্রয় নিয়েছেন। এই অবস্থায় তাদের ঘরে ফেরান প্রথম কাজ ।

যারা এই ধরনের আক্রমণ করছেন তাদের বিরুদ্ধেও কোন শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি রাজ্যপাল কে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের আসার জন্য এবং আক্রান্ত পরিবারগুলোর সাথে কথা বলার জন্য অনুরোধ করেন । জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন রাজ্যপাল তাকে আশ্বাস দিয়েছেন তিনি দ্রুত এই জেলায় আসবেন। উল্লেখ্য এদিনই রাজভবনে রাজ্য মন্ত্রিসভার শপথ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *