Bengali NewsDURGAPUR

বিধবা দিদির আবার বিয়ে ,গুলি করলো ফেরার ভাই ,তদন্তে পুলিশ

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর, ১৩ মেঃ বিধবা দিদি আবার নতুন করে বিয়ে করেছিলো। আর ভাই তা মানতে না পারায় দিদিকে গুলি করার অভিযোগ উঠলো। বৃহস্পতিবার দুপুরে দূর্গাপুরের নিউটাউনশিপ থানার এমএএমসি টাউনশিপ সংলগ্ন সুভাষপল্লীর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেবি উপাধ্যায় নামে বছর ৪৮এর ঐ মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথম দূর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দূর্গাপুরের বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিযুক্ত ভাই আরজু উপাধ্যায় এই ঘটনার পর থেকে পলাতক বলে জানা গেছে । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ছুটে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি অক্সত গর্গ। মহিলার বুকে ও পিঠে একটি করে গুলি লেগেছে বলে জানা গেছে। পুলিশ তদন্ত করে দেখছে দিদিকে এইভাবে গুলি চালানোর আসল কারণ কি। দিদিকে যে আরজু উপাধ্যায় গুলি চালায় কোথা থেকে সেই পিস্তল সে পেয়েছে বা কে বা কারা তাকে সেটা দিয়েছে। পুলিশের কাছে গোটা ঘটনার সবটাই রহস্যের মধ্যে রয়েছে। পুলিশ জানায়, পলাতক যুবকের খোঁজ করা হচ্ছে।


এলাকার বাসিন্দারা বলেন, এদিন দুপুরে তারা সবাই বাড়ির মধ্যে ছিলেন। সেই সময় পটকা ফাটার মতো আওয়াজ তারা পান। বেশ কয়েকজন তা শুনে বাড়ির বাইরে আসেন। তখন তারা দেখেন ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় বেবি উপাধ্যায় বেরিয়ে আসছে। বেবি প্রতিবেশীদের বলেন, তার ভাই তাকে গুলি করে পালিয়েছে। আরো জানা, আগে বেবি ও তার ভাই এই বাড়িতে থাকলেও। বেশ কিছু দিন তারা এই বাড়িতে ছিলোনা। মাস দেড়েক আগে তারা আবার আসে। তারপর এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *