ASANSOLBengali News

করোনা সংক্রমিত হয়ে এম আর ডিলারের মৃত্যু

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
আসানসোল উত্তর থানার অধীন পাচগাছিয়ার বাসিন্দা এমআর ডিলার তারাশঙ্কর রায়ের আসানসোলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। চিকিৎসার সময় হৃদযন্ত্র বিকল বা “কার্ডিয়াক অ্যারেস্ট” হয়ে তার মৃত্যু হয়। তাঁর আকস্মিক এই মৃত্যুতে পরিবারে শোকের আবহ বিরাজ করছে। একই সঙ্গে তার ঘনিষ্ঠ মানুষজন গভীর শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ এমআর ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেশ আগরওয়াল, হরি আগরওয়াল, ডিলার শাকিল আনোয়ার, রাজেশ খেমকা, সরফরাজ আনসারী গভীর শোক প্রকাশ করেছেন।

tara shankar roy file photo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *