মিঠানিতে শ্রাদ্ধ অনুষ্ঠানে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, কাজল মিত্র, কুলটি:- কুলটির 74 নম্বর ওয়ার্ড এর মিঠানিতে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি চিন্তাহরন চ্যাটার্জির পিতা স্বর্গীয় নীলমণি চ্যাটার্জির শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হল নিজ বাস গৃহে ।এদিন এই স্রাধ অনুষ্ঠানে রক্তদান শিবিরের মধ্যেদিয়ে এই শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয় ।আসানসোল জেলা ব্লাড ব্যাংকের সহায়তায় মোট 30 জন ব্যাক্তি রক্তদান করেন এই শিবিরে ।এদিন এই শ্রাদ্ধ অনুষ্ঠানে অনুষ্ঠিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের সদস্য তাবাসুম আরা,আসলাম টিঙ্কু, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি, সুবল চক্রবর্তী, রক্ত দান আন্দোলনের নেতা প্রবীর ধর সহ অনেকে ।