মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক মোবাইল চোর
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য।আসানসোল। চিত্তরঞ্জনের ফতেপুরে জনপ্রিয় শিক্ষক এবং রেলকর্মী খুন এর 24 ঘন্টা পার হতে না হতেই আবার সেই ফতেপুর বাজারে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল নিয়ামতপুরের এক মোবাইল চোর।জানা গেছে লকডাউনে সব পরিবহন বন্ধ থাকলেও অটো চেপে বেরোয় মোবাইল চোরেরা।
চিত্তরঞ্জন রেল শহর এবং পার্শ্ববর্তী রূপনারায়ণপুর এলাকায় রবিবারের বাজারে মোবাইল চুরি করতে যায়। চিত্তরঞ্জনের ফতেপুর একজনের মোবাইল চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে ওই চোর। তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। সেই জানিয়েছে আমরা নেয়ামতপুর থেকে অটোতে করে লকডাউনে বেশ কয়েকজন মোবাইল চুরি করতে চলে এসেছি নিয়ামতপুর থেকে রুপনারায়নপুর এবং চিত্তরঞ্জনের বিভিন্ন বাজারে । গোটা ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে।