ASANSOL

ডিএভি মডেল স্কুলের বার্ষিক উৎসব স্পেকট্রা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপে ডিএভি মডেল স্কুলে শনিবার সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় বার্ষিক উৎসব অনুষ্ঠান “স্পেকট্রা”। রামকৃষ্ণ মিশন আসানসোলের সেক্রেটারি স্বামী সোমাত্মানন্দ মহারাজ, ডিএভি পাবলিক স্কুলের অধ্যক্ষ ডঃ কল্যাণী নায়ক, অমিত দাস এবং অন্যান্য অতিথিরা যৌথভাবে প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন। এরপর গায়ত্রী মন্ত্র ও স্বাগত গান পরিবেশন করেন শিশুরা।

বার্ষিক উৎসবে শিশুদের পরিবেশিত বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রশংসা করেন সবাই। শিশুদের মোবাইল ও সোশ্যাল মিডিয়ার কু-প্রভাব নিয়ে নির্মিত সচেতনতামূলক নাটকটি সবার কাছে প্রশংসিত হয়। এছাড়াও বিহু নৃত্য, কবিতা, পুতুল নাচ, সম্বলপুরী নৃত্য, মণিপুরী নৃত্য, ভাংড়া সহ ডজন ডজন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্বামী সোমাত্মানন্দ জি মহারাজ বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শকে জীবনে ধারণ করুন। তার দেখানো পথে সমাজে সুনাগরিক গড়ে তুলুন। জগতের সকল প্রাণীকে ভালবাসুন, কারণ ঈশ্বর সকলের মধ্যে বিরাজ করেন। জীবের প্রতি ভালবাসা ও সেবাই হল ঈশ্বরের সেবা। শান্তিপাঠের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ছিলেন কাউন্সিলর শ্রাবণী মণ্ডল, ডিএভি (পাণ্ডবেশ্বর) অধ্যক্ষ ডিআর মোহান্তি, ডিএভি (পুরুলিয়া) অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস, অভিভাবক প্রতিনিধি প্রদীপ পাত্র, সঈদ আলম কাদরি সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply